image

আজ, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

পেকুয়ায় খানাখন্দ জলে-কাদায় একাকার পান বাজার সড়ক : দুর্ভোগ চরমে

এম.জুবাইদ, পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা    |    ২৩:৫৮, জুন ২২, ২০১৯

image

কাদার স্তুপে প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া আলহাজ¦ কবির আহমদ চৌধুরী বাজারের পান বাজার সড়কটি বিকল হয়েছে। স্তুপীকৃত প্রচন্ড কাদার ভাগাড়ে পান বাজার সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে।

কাঁচা তরকারির পঁচনশীল অবশিষ্ট অংশ সড়কটিতে প্রচন্ড স্তুপীকৃত হয়েছে। ময়লা, নর্দমা ও পঁচন দ্রব্যাদির বিশাল স্তুপে সড়কটি বর্তমানে চরম বিকল হয়ে গেছে। পান বাজার পয়েন্টে প্রায় ২ চেইন কাঁদায় ভরপুর। ময়লাযুক্ত পানি সড়কে জমে রয়েছে। তরিতরকারী ও মাছ বাজারের মাছের দুর্গন্ধযুক্ত বাসি পানিও সড়কটিতে প্রায় সময় জমে থাকে।

গত এক বছর ধরে পান বাজার সড়কের অবস্থা অত্যন্ত করুন। বেহাল দশায় পরিনত হওয়ায় সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের উত্তর অংশে বিশাল তরিতরকারীর বাজার বসে। পরিবহনের জন্য এ সড়কটি সর্বোত্তম ব্যবস্থা। তবে সড়কটি নাজুক থাকায় গাড়ী যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কাঁচা দ্রব্যাদি সরাসরি বাজারে পৌছতে সক্ষমতা হারিয়েছে। পেকুয়া বাজার উপজেলার প্রধান হাট বাজার। ওই বাজারের প্রসার দিন দিন বেড়ে গেছে। উপজেলার অন্যতম প্রধান বানিজ্যিক কেন্দ্র হওয়ায় কবির আহমদ চৌধুরী বাজারে প্রতিদিন কেনাকাটা হয়। যদিও সপ্তাহে ২ দিন হাট বসে। মঙ্গলবার ও শনিবার সপ্তাহিক হাটের দিন।

তবে প্রতিদিন এ বাজারে সবকিছু কেনা বেঁচা হয়। সকাল ও বিকেলে দু’দফা মাছ ও তরিতরকারীর ভ্রাম্যমান বাজার বসে। এ ছাড়া কাঁচা মাছ বিক্রির পৃথক সেড রয়েছে। কাঁচা তরিতরকারী বিকিকিনির পৃথক সেডও আছে। সড়কের দু’পাশে ভ্রাম্যমান তরিতরকারী ও কাঁচা মাছের বাজার বসে।

পান বাজার সড়কে বিপুল পান ও সুপারির বিক্রেতা রয়েছে। এ সড়কের অল্প অংশে শীতল পাটির ব্যবসাও জমে। সড়কটির মাঝ পয়েন্টে কাঁচা মাছের সেডের অবস্থান। এ ছাড়া উত্তর অংশে ভ্রাম্যমান তরিতরকারীর মজুদদার। পূর্ব অংশে লাকড়ির স্তুপ। উত্তর অংশে কাঁচা তরিতরকারীর আড়ৎ আছে।

সুত্র জানায়, বিগত ১ বছর ধরে পান বাজার সড়কটি যোগাযোগ ব্যবস্থা থেমে গেছে। বর্তমানে প্রচুর কাঁদা সড়কটিতে ভরপুর। এতে করে সড়কের দু’চেইন অংশ খানা খন্দকে পরিনত হয়েছে।

বসায়ীরা জানায়, পেকুয়ায় কবির আহমদ চৌধুরী বাজার থেকে বিপুল অর্থ সরকারী রাজস্বতে যুক্ত হয়। হাট বাজার ইজারা খাতে সরকার এ বাজার থেকে প্রায় কোটি টাকা রাজস্ব পান। অথচ সড়কটি বিকল হয়েছে নেই এর কোন উন্নয়ন।

পেকুয়া বাজারের সুপারী ব্যবসায়ী মেসার্স খাজা আজমীর ট্রেডিং এর মালিক আবু বক্কর জানায়, আমরা ময়লাতে জিম্মী হয়ে গেছি। পান বাজার সড়ক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আমরা দোকান খুলতে পারছি না। সামনে প্রচন্ড কাঁদা। কাঁদার ভোগান্তিতে আমরা অতিষ্ট হয়েছি।

পেকুয়া বাজার বণিক সমিতির সভাপতি আক্তার আহমদ জানায়, আসলে সড়কটির অবস্থা নাজুক। আমরা কর্তৃপক্ষকে নজরদারী করাতে সক্ষম হয়েছি। দ্রুত সংষ্কার না হলে বাজারের প্রসার হ্রাস পাবে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর এলজিইডির পেকুয়ার প্রকৌশলী জাহেদুল ইসলাম চৌধুরী জানায়, বিষয়টি আমরা ওয়াকিফহাল। পরিদর্শনে যাব। এরপর উন্নয়নের জন্য প্রক্রিয়া চুড়ান্ত করা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image