image

আজ, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮ ইং

বন্দর নগরীর বন্দর থানাধীন টোল প্লাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় জনমনে স্বস্তি

প্রেস বিজ্ঞপ্তি    |    ২৩:৩৫, সেপ্টেম্বর ৬, ২০১৮

image

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন এলাকায় টোলপ্লাজায় দীর্ঘদিন যাবৎ অনৈতিক কর্মকান্ড ও মাদকাসক্তদের দখলে থাকায়, হাজী শাহজাহান, মাওলানা মহিউদ্দিন আল কাদেরী, মো.  কামরুল হাসান আজাদ, মো. সাদ্দাম হোসেন, মো. ইকবাল হোসেন ও হাজী নুরুর আলম এর সহযোগিতায় নূরখাঁন চৌধুরী জামে মসজিদের উদ্যোগে প্রশাসনের নিকট লিখিত করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিষ্টেট ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম ও রেলওয়েরসহ যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান করেন। উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় নূরখাঁন চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসন ও মিডিয়াকর্মীদেরকে অভিনন্দন জানান। 

৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জরিনা মফজল সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় এর সভাপতিত্বে বন্দর  থানার আওতাধীন বিট নং-১১৬ এবং এলাকার জনগণের সাথে যৌথ বিট পুলিশিং সংক্রান্ত ব্যাপারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর জোনের ডিসি হামিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর জোনের এসি কামরুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার ওসি এস.এম মঈনুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিট ইনচার্জ মো. ইউনুচ খন্দকার। এতে এলাকার মসজিদ সমূহের খতিব, ইমাম, কলেজ শিক্ষক-শিক্ষিকা, এলাকার সর্বদলীয় নেতৃবৃন্দ কলেজ-ভার্সিটির ছাত্র-ছাত্রী, যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এতে নেতৃবৃন্দ এলাকায় সন্ত্রাস, মাদক, অসামাজিক কর্মকান্ড, জঙ্গী দমনে এলাকাবাসীর সকল শ্রেণী পেশার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৪:৫৬, অক্টোবর ২১, ২০১৮

অবশেষে আমীর খসরুও কারাগারে


Los Angeles

০০:১২, অক্টোবর ১৫, ২০১৮

সাংবাদিক বশির’র মোটরসাইকেল চুরি


Los Angeles

১৭:৫৮, অক্টোবর ১২, ২০১৮

উখিয়া উপকূলে নতুন পল্লী বিদ্যুৎ সংযোগের নামে অর্থ লোপাটের অভিযোগ


image
image