image

আজ, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

পাহাড় ধ্বসের শঙ্কায় রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সচেতনতামূলক মাইকিং

প্রেস বিজ্ঞপ্তি    |    ২১:২৩, জুলাই ৭, ২০১৯

image

সম্প্রতি ভারি বর্ষণে ভূমিধ্বসের আশঙ্কায় চট্টগ্রাম নগরী ও নগরীর পার্শ্ববর্তী এলাকায় পাহাড়ে ঝুকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরে যেতে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের স্বেচ্ছাসেবকবৃন্দ।

পাহাড়ের পাদদেশে বসবাসরত সমাজের নিম্নবিত্ত পরিবারের সকল সদস্যদের জান মালের নিরাপত্তায় যুব স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যে  আকবরশাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ষোলশহর, জালালাবাদ আবাসিক, চট্টগ্রাম পলিটেকনিক, সাউদার্ন মেডিকেল কলেজ, বায়েজীদ, মতিঝর্ণাসহ নগর ও নগরীর পার্শবর্তী এলাকাসমূহে বৃষ্টিকালীন সময়ে জীবন যাপনে দূর্ঘটনা থেকে বাঁচতে সচেতনতা মূলক মাইকিং পরিচালনা করা হয়। অতঃপর গুরুত্ব সহকারে বসবাসকারী লোকজন ও  ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীদের উপর জরিপ কার্যক্রম পরিচালনা করে যুব সদস্যরা। অতঃপর তথ্য উপাত্তের ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করা হয়।

এছাড়াও পূর্ব প্রস্তুতির জন্য  উক্ত ঝুঁকিপূর্ণ এলাকা সমূহে ও ঝুঁকিপূর্ণ স্থানে সচেতনতার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত বিপদকালীন সময়ে উদ্ধার ও সন্ধান কার্যক্রমের জন্য যুব স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ দল গঠন করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image