শিরোনাম
মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ সংবাদদাতা | ১৭:৩৬, জুলাই ১০, ২০১৯
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল এলাকায় অবস্থিত 'দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ" এর গভর্নিং বডির সভাপতি হিসেবে টানা দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন সাবেক দোহাজারী ইউনিয়ন (বর্তমানে পৌরসভায় উন্নীত হওয়ায় বিলুপ্ত) পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবুল কাশেম (লেদু) চেয়ারম্যানের পুত্র উপজেলা যুবলীগ নেতা আলহাজ্ব মোঃ লোকমান হাকিম।
সোমবার (৮ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জাহেদুল হক স্বাক্ষরিত স্মারক (নং- চশিবো/ক-শা/৪১৬/১৫) ৪৭৬২ (০৪) সূত্রে জানা গেছে আগামী দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট গভর্নিং বডির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন সাবেক মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি.এস.সি প্রতিষ্ঠাতা সদস্য, মীর কাশেম দাতা সদস্য, ওবাইদুল হক, সুধীর তালুকদার, আবুল খায়ের, আহমদ শফি সাধারণ অভিভাবক সদস্য, টিংকু সেন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, মোঃ আলিম উদ্দিন ও বিমল কান্তি সেন সাধারণ শিক্ষক সদস্য, মোছাম্মদ কামরুন নাহার বেগম সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য এবং পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ নুরুল আবসার।
দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়ে 'দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ'র সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন আলহাজ্ব মোঃ লোকমান হাকিম।
জানা গেছে, দোহাজারী পৌরসভার দুর্গম এলাকা হিসেবে পরিচিত তিন দিকে শঙ্খ নদী ও এক দিকে পাহাড় বেষ্টিত দিয়াকুল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করতে লোকমান হাকিমের পিতা মরহুম আবুল কাশেম (লেদু) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহজাহান সহ এলাকাবাসীদের সাথে নিয়ে তাঁর জীবদ্দশায় অক্লান্ত পরিশ্রম করেছেন।
তারই ধারাবাহিকতায় মরহুম পিতার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন আবুল কাশেম লেদু চেয়ারম্যানের পুত্র আলহাজ্ব মোঃ লোকমান হাকিম।
জানা গেছে, গত দুই বছর ধরে 'দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ' গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন লোকমান হাকিম।
তিনি সভাপতির দায়িত্ব নেয়ার পর কলেজের জন্য তিন তলা একাডেমিক ভবণ নির্মাণ করতে আর্থিক অনুদান প্রদান করেন। তাছাড়া বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী এম.পির ঐকান্তিক প্রচেষ্টায় চার তলা একাডেমিক ভবণ নির্মাণাধীন রয়েছে।
লোকমান হাকিমের যথাযথ তদারকির ফলে শিক্ষার মানোন্নয়নের লক্ষে পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের যত্ন নেয়া সহ বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
ফলে প্রথমবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে চন্দনাইশ উপজেলায় ১ম স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটির কলেজ শাখা এবং এসএসসি পরীক্ষায় উপজেলায় দশম স্থান অধিকার করেছে উচ্চ বিদ্যালয় শাখা। এতে শিক্ষা প্রতিষ্ঠানটি উপজেলাজুড়ে সুনাম অর্জন করেছে।
নব গঠিত গভর্নিং বডির সকলকে সাথে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন আলহাজ্ব মোঃ লোকমান হাকিম।
উল্লেখ্য, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত আলহাজ্ব মোঃ লোকমান হাকিম জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজ, দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার দাতা সদস্য, জামিজুরী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য, জামিজুরী রজবিয়া আজিজিয়া এতিমখানা ও দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
Developed By Muktodhara Technology Limited