image

আজ, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

আনোয়ারায় অর্ধশতাধিক গ্রামীন সড়ক ডুবে জনদুর্ভোগ

জাহাঙ্গীর আলম, আনোয়ারা সংবাদদাতা    |    ১৯:০২, জুলাই ১৪, ২০১৯

image

চট্টগ্রামের আনোয়ারায় লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। গত ৭ দিনের টানা বৃষ্টি ও সাঙ্গু নদ-বঙ্গোপ সাগরের জোয়ারের পানির প্রভাবে উপকূলীয় ও  নিম্নাঞ্চলের সড়ক সহ অর্ধশতাধিক গ্রামীন সড়ক ডুবে জন চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে। পুকুর, ডুবা ,খালবিল পানিতে একাকার হয়েগেছে। যারফলে মৎস ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

গত ৭ দিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানির কারণে উপকূলীয় রায়পুর ইউনিয়নের  বারআউলিয়া, ঘাটকুল, পূর্ব গহিরা, সরেঙ্গা, রায়পুর, চুন্নাপাড়া, জুইদন্ডী ইউনিয়নের পূর্ব জু৭ইদন্ডি,মধ্যম জুঁইদন্ডি,পশ্চিম জুঁইদন্ডি, খুরুইশকুল, বটতলী ইউনিয়নের পূর্ববৈরিয়া ,পশ্চিম বৈরিয়া আইর মঙ্গল, বটতলী রুস্তম হাটের আশপাশ এলাকা, বরুমচড়া নলদ্বিয়া, বারখাইন ইউনিয়নের দক্সিন তৈলারদ্বীপ ,পুর্ব বারখাইন, বারখাইন, শিলাইগড়া, সৈয়দ কুসাইয়া , ঝিওরী, হাজির হাট, চাতরী ইউনিয়নের কৈনপুরা, কেয়াগড়, মহতর পাড়া ,চাতরী, ডুমুরিয়া,আনোয়ারা সদর ইউনিয়নের আনোয়ারা সদর,ইছামতি, হাইলধর ইউনিয়নের হাইলধর, ইছাখালী, হেটি খাইন, পরৈয়কোড়া ইউনিয়নের কৈয়খাইন,ওশখাইন, মামুর খাইন, শিলালিয়া, তালশরা, পরৈকোড়া সহ বৈরাগ বারশত ইউনিয়নের বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়ার খবর পাওয়া গেছে।

পানির কারণে ছাত্তার হাট ওশখাইন মুরালী,কৈখাইন ছামুদরিযা সড়ক, বরুমচড়া বটতী দিঘির পাড় সড়ক সহ উপজেলার ১১ ইউনিয়নের ৫০ টিরও অধিক গ্রামীন সড়ক ব্যাপক ভাবে ক্ষতি গ্রস্থ হয়ে গ্রামীন যোগাযোগ ব্যাবস্থা হুমখির মুখে পড়েছে। 

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম জানায়,বেডি বাঁধ নির্মানে কাজে ধীর গতি  এলাকার কতিপয় চিহ্নিত দূর্নীতিবাজ নেতাদের সহায়তায় বাঁধ নির্মানের কাজে হরিলোড়ের কারণে আজ রায়পুর পানিতে ডুবে আছে। শুধু তাইনয় সাপমারা খালের বাঁধ নির্মাণে ঠিকাদারের লোকজন স্লুইচ গেইট বন্দ করে দেওযায় পানি চলাচল বন্দ হয়ে যাওয়া এরাকায় জলবদ্ধতার সৃষ্টি নহয়ে হাজার হাজার মানুষ দুর্ভোগেপড়েছে।

বারখাইনের বাসিন্ধ মো. সোহেল জানান, বেডি বাঁধের কাজ না হওয়ায় সাঙ্গু নদের জোয়ারের পানিতে পুরা এলাকা সয়লাব হয়ে গেছে। বেডি বাঁধ ভাঙ্গা থাকায় এলার মানুষের দুঃখ কষ্টের শেষ নেই।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ জানান, ক্ষতি গ্রস্থ পরিবারের জন্য জেলা প্রশাসন থেকে প্রাথমিক সাহায্য হিসাবে ৫ টন চাউল ও ২ শত প্যাকেট শুকনো খাবার বরাদ্ধ পাওয়া গেছে। গতকাল ক্ষতিগ্রস্তদের এসব বিতরণ করা হয়েছে। আজও বিতরণ করা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image