শিরোনাম
ফটিকছড়ি সংবাদদাতা | ০২:০২, আগস্ট ৭, ২০১৯
ফটিকছড়িতে অভিযান চালিয়ে পুলিশ ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৬ অাগষ্ট) ভোরে ফটিকছড়ি থানার এ এস আই নুরুল হাকিমের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মপুর আজাদী বাজার এলাকায় অভিযান চালিয়ে জাহেদুল আলম রুবেল (২৯), আহসান উল্লাহ বাবু (৩০) নামের ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফাতারকৃত জাহেদুল আলম রুবেল জাফতনগর ইউপির জাহানপুর গ্রামের আব্দুল ছোবাহান মিস্ত্রীর বাড়ীর -মৃত মোঃ সোলাইমান এর পুত্র। আহসান উল্লাহ বাবু ধর্মপুর ইউপির শুক্কুর মোহাম্মদ বাড়ীর মৃত আবুল কাশেমের পুত্র বলে জানা গেছে।
এসময় জাহেদুল আলম রুবেল এর দেহ তল্লাশী করে ৪৬ পিস ইয়াবা, আহসান উল্লাহ বাবু এর দেহ তল্লাশী করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ তাদের দেয়া তথ্য মতে, জাফতনগর ইউপির মোহাম্মদ তকিরহাট বাজারের মোঃ নুর উদ্দিনকে গ্রেফতার করে। নুর উদ্দিন এর দেহ তল্লাশী করে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নুর উদ্দিন জাফতনগর ইউপির আমির আলী সওদাগর বাড়ী মৃত খায়রুল আহাম্মদের পুত্র।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল অাক্তার বলেন, 'অাটক ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited