image

আজ, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মশা তৈরির কারখানা !

রাউজান সংবাদদাতা    |    ১৫:৫৯, আগস্ট ৭, ২০১৯

image

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পানি জমে থাকার দৃশ্য

সারাদেশে বর্তমানে মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন অনেকে। যার মধ্যে ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অন্তঃসত্ত্বা নারীসহ অনেক শিশু। পুরো দেশে যখন মশক নিধন কর্মসুচীতে ব্যস্ত সবাই, ঠিক তখনি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা যেন ভিন্ন।

হাসপাতাল প্রদক্ষিণ করে মনে হবে এ যেন এডিস মশা তৈরীর কারখানা। হাসপাতালের ভেতরে বাহিরে সব জায়গায় ছোট ছোট নালাতে পানি জমে আছে। যেখান থেকে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে মশা। মশার এমন উপদ্রবে হাসপাতালে ভর্তি রোগীদের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। তাছাড়া সঠিকভাবে পানি নিষ্কাশন না হওয়ার কারণে অনেকদিন ধরে পানি জমা থাকার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্দিক আগাছায় পরিপূর্ণ। আগাছা পরিস্কার না করায় সেখানে বাসা বেঁধে জন্ম নিচ্ছে নানা ধরণের মশা মাছিসহ কীট পতঙ্গ। যে কারণে হাসপাতালে সেবা পেতে ভর্তি হওয়া রোগীদের নানা সমস্যার সম্মূখিন হতে হচ্ছে। 

গত দু‘দিন আগে জ্বর ও বমি নিয়ে ভর্তি হওয়া উপজেলার কদলপুর ইউনিয়নের বাসিন্দা মো. জামাল উদ্দিন বলেন, জ্বরে ও বমি নিয়ে দু‘দিন আগে ভর্তি হয়েছি। কিন্ত মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। দিনের থেকেও রাতে বেশি কামড়ায় মশা। যার জন্যে হাসপাতালে থেকেও আতঙ্কে আছি। যদি আবার ডেঙ্গু হয়ে যায়। 

৪ দিন আগে জ্বর নিয়ে ভর্তি হওয়া আবুল হোসেন নামে একজন জানান, আসার পর থেকেই দেখছি হাসপাতালের ভেতরে ছোট নালা গুলোতে পানি জমে আছে। নোংরা হয়ে পানি গুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে জমা থাকা পানি। হাসপাতাল কর্তৃপক্ষের কোন দৃষ্টি দেখছি না সেদিকে। 

এবিষয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, হাসপাতালের চারপাশ এলাকা থেকে অনেক নিচুতেই রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিমার্ণ করা হয়েছিল। যার কারণে পানি বাহিরে যেতে পারে না। তাই বর্ষা এলেই নালাতে পানি আটকে থাকে।

মশার এমন উপদ্রব প্রসঙ্গে তিনি বলেন, নালাতে আমরা ব্লিচিং পাউডার দিয়েছি। তারপরও অনেক মশা থেকে যায়। তবে আটকে থাকা নোংরা পানিতে এডিস মশা  সাধারনত জন্ম নেয় না, তাই ডেঙ্গুর ঝুঁকি কম।

আগাছা পরিস্কার বিষয়ে তিনি বলেন, দু‘এক দিনের মধ্যেই এগুলো পরিস্কার করা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image