image

আজ, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

কোরবানি ঘিরে আনোয়ারায় কদর বেড়েছে গাছের গুঁটি ও দা-চুরির

জাহাঙ্গীর আলম, আনোয়ারা সংবাদদাতা    |    ২১:১৪, আগস্ট ১০, ২০১৯

image

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে এসেছে, আর দুইটা রাত পোহালেই মুসলিম সম্প্রাদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা তথা কোরবানী ঈদ। এখন পশুর হাটে ক্রেতা-বিক্রেতা সবারই সমান ব্যস্ততা। পছন্দসই পশু কেনার পর ক্রেতাদের নজর আনুষঙ্গিক জিনিসপত্র কেনাকাটার দিকে। ঈদ ঘিওে চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন পশুর হাটে ফুটপাতে বসেছে মৌসুমি ব্যবসায়ীরা। চাটাই, গাছের গুঁড়ি, বাঁশের টুকরি, খড় ও ঘাস বিক্রিতে জমে উঠেছে মৌসুম ব্যবসা। চলছে চুরি, দা, বঁটি বিক্রিও।

জানা যায়, পশু কোরবানী করার পরে মাংশ ছাটাই (টুকরা) করার জন্য প্রয়োজন হয় কাঠের গুটির। যাতে ধারালো অস্ত্র দিয়ে মাংশ ভালোভাবে ছাটাই করা যায়। সব গাছ দিয়ে গুটি তৈরি করা যায় না। শক্ত ভাল গুঁটি তৈরি করতে প্রয়োজন তেঁতুল গাছের।  তেতুঁল গাছ ছাড়া অন্য গাছ দিয়ে গুটি তৈরি করলে মাংশের সাথে গাছের গুড়ি উঠে মাংশের মান নষ্ট হয়ে যায়। তাই ঈদুল আজহা আসলেই তেঁতুল গাছের চাহিদা বেড়ে যায়। একটি গুঁটির দাম ২শ থেকে ৫ শ টাকা। আনোয়ারার চাতরী চৌমহনী বাজার, বটতলী রুস্তম হাট বাজার, জয়কালী হাট, সরকার হাট, ছাত্তার হাট এলাকায় বাজারে এ গুটি বিক্রি হয়। বৃহস্পতিবার (১০ আগষ্ট) আনোয়ারার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পশুর হাটে  ও ফুটপাতে চাটাই, গাছের গুঁড়ি, বাঁশের টুকরি, খড় ও ঘাস, চুরি, দা, বঁটি বিক্রি করছে। কিছু মৌসুম ব্যবসায়ীরা প্রতিবছর চার-পাঁচ দিন এ ব্যবসা চলে। 

চাতরী বাজারের গুঁটি বিক্রেতা এবায়দুল্লাহ জানান, পশুরহাটে কুলা, মাদুর, চাটাই ও টুকরি গুলো বেশ ভালো বিক্রি হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত বেশি বিক্রি হবে এসব সামগ্রীর। পশুর হাড়-মাংস কাটার জন্য ব্যবহৃত গাছের গুঁড়ি এবং চাটাই ও টুকরির দাম নির্ভর করছে আকারের ওপর।  এদিকে ছুরি, বঁটি ও চাপাতি বিক্রিও বেড়েছে। ২০০ থেকে ৪০০ টাকায় নতুন দা-বঁটি, ছুরি ১৫০ থেকে ২৫০ টাকায়, চাপাতি ৫০০ থেকে ১৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনেকে পুরোনো দা, বঁটি ও ছুরি শাণিয়ে নিচ্ছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image