image

আজ, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু লক্ষ কোটি গুণ শক্তিশালী : নজরুল ইসলাম এম.পি

মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ সংবাদদাতা    |    ০১:০১, আগস্ট ২৪, ২০১৯

image

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, "জীবিত বঙ্গবন্ধুর  চেয়ে মৃত বঙ্গবন্ধু লক্ষ কোটি গুণ শক্তিশালী। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে খুনিরা মনে করেছিলো মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ভুলন্ঠিত করবে। তারা মনে করেছিলো এদেশে জাতির জনকের আদর্শ আর কোন দিন বাস্তবায়িত হবেনা। তারা এদেশকে মিনি পাকিস্তান বানিয়ে পাকিস্তানের আদলে একটি সাম্প্রদায়িক অপশক্তি সৃষ্টি করে এদেশের মানুষের দুঃখ-দুর্দশাকে পুঁজি করে ঘোলাপানিতে মাছ শিকার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এদেশের সম্পদ লুন্ঠন করে নিজেরা সম্পদশালী হবেন। সেদিন খোদার কুদরতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশে ছিলেন না বলে প্রাণে বেঁচে গেছেন। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছেন। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা তাঁর আদর্শ বাস্তবায়ন করছেন। এদেশের উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রগতির চুড়ান্ত রূপ দেবেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মানবতার মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কোন অপশক্তি এদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবেনা। আ.লীগ মানুষের কল্যাণের রাজনীতি করে। মানুষকে অর্থনৈতিকভাবে মুক্ত করার রাজনীতি করে।"

শুক্রবার (২৩ আগস্ট) বিকালে দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয় হল রুমে দোহাজারী পৌরসভা আ.লীগ কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

দোহাজারী পৌরসভা আ.লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। 

সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমান বেগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ.লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সহ-সভাপতি আব্দুল মালেক রানা, দক্ষিণ জেলা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী, দক্ষিণ জেলা মহিলা আ.লীগ নেত্রী সঞ্চিতা বড়ুয়া, উপজেলা আ.লীগ যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, দোহাজারী পৌরসভা আ.লীগ সাধারণ সম্পাদক বশির উদ্দীন খান মুরাদ, উপজেলা মহিলা আ.লীগ সাধারণ সম্পাদক লুৎফুন্নেসা প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার আসকর খান বাবু, শওকত খান সাকু, যুবলীগ নেতা এরশাদুর রহমান সুমন,  হেলাল মাহমুদ, জসিম উদ্দিন হিরু, সাইফুল ইসলাম সুমন, কামরুল হাসান মিন্টু, দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মশিউর রহমান রাশেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মোঃ মানিক, পৌর ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ মিঠু সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে দোহাজারী পৌরসভা আ.লীগের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ পাঁচ'শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image