image

আজ, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ মধ্যম হালিশর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৩:০০, আগস্ট ২৫, ২০১৯

image

চট্টগ্রাম মহানগরীর ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধূরীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ আগস্ট শনিবার বিকালে ধুপপুলস্থ ওয়ার্ড কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম। 

শোক দিবস উদযাপন পরিষদের আহবায়ক ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সরওয়ার জাহান চৌধূরীর সভাপতিত্বে ও ওযার্ড যুবলীগের সভাপতি আবদুল আজিম, সদস্য সচিব সালাহউদ্দিন বাদশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য গোলাম মোহাম্মদ চৌধূরী, বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ ইলিয়াছ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো.কামরুল হোসেন, যুগ্ম-সম্পাদক মো.ইউনুছ, আব্দুল হাকিম মেম্বার, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন মেম্বার, মো. আখতারুজ্জামান, মৎসজীবি লীগের চট্টগ্রাম মহানগর সভাপতি হাজী মোজাম্মেল হক চৌধূরী, সহ-সভাপতি কামরুল হুদা চৌধুরী, মো.জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. এজাহার মিয়া, মুক্তিযোদ্ধা মো.ইউনুছ, মো.ইন্তেকাব আলম, মো.গোলাম হোসেন, ইউনুছ কুতুবী।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল মেম্বার, বাবুল মেম্বার, জামাল মেম্বার, জয়নাল মেম্বার, সাজ্জাদ আলম, মো.সাগির, নাছির চৌধুরী, এসএম বরকত উল্ল্যাহ, ইমতিয়াজ, ইকবাল আল নুরী, মো.ইব্রাহিম, , শফি আলম বাদশা, আব্দুল্লাহ আল মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা মো.কাইয়ূম, রাশেদ, সাকিব চৌধুরী, যুবলীগ নেতা হিরু, এরশাদ, কাশেম, শাহাবউদ্দিন, শ্রমিক নেতা বাবলু প্রমুখ।

এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর খুনিরা ২১ আগস্ট প্রধানমন্ত্রীকেও হত্যা চেষ্টার মাধ্যমে এদেশের পরিচয় তথা ইতিহাস মুছে দিতে চেয়েছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে। আগামীতে অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে বক্তারা অভিমত দেন।

এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লোহারপুল জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মো.ছগির। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image