image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

চট্টগ্রামে দুই সরকারী চাকরী করার অপরাধে দুদকের হাতে এক শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেদক    |    ১৭:৫৬, অক্টোবর ১৩, ২০১৯

image

চট্টগ্রামে একই শিক্ষক দুটি প্রতিষ্ঠানে চাকরীর অপরাধে দুদকের হাতে গ্রেপ্তার হয়েছেন।

রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে রফিকুল ইসলাম (৪৩) নামে এ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদক কর্মকর্তারা নিশ্চিত করেন।

অভিযোগ রয়েছে, সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে রফিকুল ইসলাম একাধারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে গত দেড় যুগ ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তি দুই জায়গায় চাকরি করতে পারেন না। 

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। (দুদক মামলা নং-৩(১০)১৯)।

দুদক ২-’র উপ সহকারী পরিচালক মুহাম্মদ জাফের সাদেক শিবলী বিষয়টি নিশ্চিত করেন।

আটক রফিকুল ইসলাম আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার আব্দুল সাত্তারের ছেলে।
 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image