image

আজ, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে আনোয়ারায় বৈরাগ ইউনিয়ন চ্যাম্পিয়ন

জাহাঙ্গীর আলম, আনোয়ারা সংবাদদাতা    |    ০০:১৪, সেপ্টেম্বর ১৫, ২০১৮

image

আনোয়ারায় ফাইনাল শেষে পুরষ্কার বিতরণ করছেন ভূমি প্রতিমন্ত্রী

আনোয়ারায় শুক্রবার বিকালে সিইউএফএল উচ্চ বিদ্যালয় মাঠে আনোয়ারা উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব ১৭) গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ও টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি গৌতম বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সাধারন সম্পাদক এম.এ মালেক, সিইউএফএল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ^াস, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাঝে মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, মো. সোলাইমান, জানে আলম, শাহাদাত হোসেন চৌধুরী, এম.এ কাইয়ূম শাহ, ইয়াছিন হিরো, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এনামুল হক, টুর্ণামেন্ট পরিচালনার কমিটির সদস্য আনোয়ারা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম. নুরুল ইসলাম, অনুপম চক্রবর্ত্তী বাবু প্রমূখ।

খেলা শেষে প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলাইমানকে চ্যাম্পিয়ান ট্রপি, নগদ ১০ হাজার টাকা ও বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরীকে রানারআপ ট্রপি ও নগদ ৫ হাজার টাকা তুলে দেন। এসময় দু’দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, সিজেকেএসের রেফারী সাইফুল ইসলাম, সহকারি ছিলেন নুরুল আমিন, মোহাম্মদ হোসেন, সার্বিক সহযোগিতায় মোহাম্মদ আমজাদ হোসেন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জুয়েল, শিহাবুজ্জামান, ধারাবর্ণানায় আবদুল মন্নান, ইসতিয়াক আহমদ শফিক, চাঁন হরি মন্ডল, সাইফুর রহমান বাবুল, অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা খাদ্য কর্মকর্তা তারিকুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার আশিষ কুমার র্আচায্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, বিকাল সাড়ে তিনটায় নানা আনুষ্ঠানিকতা ও জমকালো আয়োজনের মধ্যে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হয়।

প্রধান অতিথি ভূমিপ্রতি মন্ত্রী তাঁর বক্তব্যে সফল ও সুন্দরভাবে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের পুরো আয়োজন সস্পন্ন করার জন্য আয়োজক কমিটির সভাপতি গৌতম বাড়ৈসহ টুর্ণামেন্টের সকল সদস্য ও সার্বিক সহযোগিতার জন্য সিইউএফএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বৈরাগ ইউনিয়ন একাদশ ও বরুমছড়া ইউনিয়ন একদশের  মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলা নিধারিত সময়ে গোলশূন্য থাকলে টাইব্রেকারে বৈরাগ ইউনিয়ন একাদশ ৫-৪ গোলে বরুমছড়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানের শুরুতে বখতেয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়, বরুমচড়া শহীদ বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয় ও মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের স্কাউট সদস্যরা কুচকাওয়াজ অংশ গ্রহন করেন। আনোয়ারা শিল্পকলা একাডেমি ও দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনীর ওপর নাটিকা ও সংগীত পরিবেশন করেন। এসময় হাজার হাজার দর্শক করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:২৪, সেপ্টেম্বর ২৩, ২০২১

দুইজন শিক্ষক দিয়ে চলছে ২৫৭ জন শিক্ষার্থীর পাঠদান


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

১৫:৫৩, মে ২৯, ২০২১

মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই : এমপি মোছলেম


Los Angeles

২৩:৫৩, মে ২৭, ২০২১

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট শুরু


Los Angeles

১১:১৯, মে ২২, ২০২১

বোয়ালখালীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা


image
image