image

আজ, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

শিখর' কর্তৃক সম্মাননা ক্রেস্ট : “দোহাজারী ব্লাড ব্যাংক'র“ অনন্য অর্জন

নিজস্ব প্রতিবেদক    |    ১৬:৫৭, সেপ্টেম্বর ১৬, ২০১৮

image

সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন দোহাজারী ব্লাড ব্যাংকের নেতৃবৃন্দ

দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহরখ্যাত দোহাজারী পৌরসভার স্বেচ্ছায় রক্তদান সংশ্লিষ্ট একমাত্র অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন 'দোহাজারী ব্লাড ব্যাংক' কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন 'শিখর'। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের 'ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে' সংগঠনটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে 'দোহাজারী ব্লাড ব্যাংক'র পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সংগঠনের এডমিন মাঈনুদ্দীন হাসান, এস.এম ওয়াহিদ রনি, কার্যকরী সদস্য জুনায়েদ সালেহ্, খন্দকার মোহাম্মদ সাইফুদ্দীন, জাহিদুল ইসলাম সাকিব, মোঃ কামরুল ইসলাম মোস্তফা, সহ-কার্যকরী সদস্য সোলতানা সাদিয়া ও কাজি তাহসিন।

'সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য' এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দীন, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপ-পরিচালক শাহানারা বেগম, সম্মানিত অতিথি ছিলেন চন্দনাইশ আমানত ছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবুল খায়ের, অবসরপ্রাপ্ত ব্যাংকার ও সমাজ সেবক মোহাম্মদ জাফর উল্লাহ্ চৌধুরী, লিও জেলা ৩১৫ বি৪ বাংলাদেশ লিও জেলা পরিষদ (২০১৭-১৮ইং) সভাপতি সাইফুল করিম আরিফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 'শিখর' সভাপতি মোঃ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক জয়ন্ত বড়ুয়া, প্রোগ্রাম চেয়ারম্যান মাহতাব রুমি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও 'শিখর'র সদস্যগণ। অনুষ্ঠানে সুপার নেগেটিভ রক্তদাতা,  স্বেচ্ছাসেবী ও তাঁদের রত্নগর্ভা 'মা' এবং বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। 'দোহাজারী ব্লাড ব্যাংক' এর পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রাপ্ত সংগঠনগুলো হলঃ- 'লিও ক্লাব অব চিটাগং ইমাজিং সন্দ্বীপ', 'কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটি', 'রাউজান ব্লাড ব্যাংক', 'রাঙ্গামাটি ব্লাড ব্যাংক', 'রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক', 'আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ', 'রেইনবো ব্লাড ব্যাংক', 'তিলোত্তমা ব্লাড ব্যাংক', 'ফ্রিডম ব্লাড ব্যাংক', 'স্বপ্নযাত্রী ফাউন্ডেশন', 'সানরাইজ ব্লাড ব্যাংক ও সোশ্যাল ফাউন্ডেশন', 'হালিশহর ব্লাড ব্যাংক', 'আলোকিত সংঘ', 'মিশন অব হ্যাপিনেস বাংলাদেশ ব্লাড ব্যাংক'।

উল্লেখ্য, 'দোহাজারী ব্লাড ব্যাংক' রক্তদান সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন হলেও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমীয়া সচেতনতামূলক কর্মসূচি পালন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পথচারী পারাপারের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে জেব্রা ক্রসিং অঙ্কন সহ নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image