image

আজ, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

চট্টগ্রামে দিশারী চক্ষু হাসপাতালের উদ্বোধন : গুণগত চিকিৎসা সেবার ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি    |    ১০:২১, নভেম্বর ১২, ২০১৯

image

পবিত্র রবিউল-আউয়ালের পবিত্র দিনে ফ্রি রোগী দেখার মধ্য দিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে দিশারী চক্ষু হাসপাতাল। 

রবিবার (১০ নভেম্বর ) নগরীর বাকলিয়া থানার কাছাকাছি রাহাত্তারপুল এলাকায় সুপরিশর জায়গায় আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ সুবিধা সম্বলিত এ হাসপাতালের যাত্রা শুরু হয়।

হাসপাতালটিতে রয়েছে ন্যায্যমূল্যের চশমার দোকান, ফার্মেসি, একটা অপারেশন থিয়েটার, আউটডোর ও ইনডোরের ব্যবস্থা। ইনডোরে রয়েছে জেনারেল বেড ও কেবিন।আরো রয়েছে স্বাস্থ্যসম্মত অপেক্ষমান কক্ষ।

হাসপাতালের চেয়ারম্যান জানান,এই হাসপাতালটি ভিশন ওরিয়েন্টেড হাসপাতাল কারণ ‘চোখের মূল কাজই হলো দেখা। সেই দেখাটা নিশ্চিত করতে আমাদের এই দিশারী চক্ষু হাসপাতাল।’

এই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর  মুহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘ন্যায্যমূল্যে চক্ষুসেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’

হাসপাতালটি প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ২ টা, ও বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখবেন। এ-প্রসঙ্গে আরও জানা যায়, শুক্রবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখার কার্যক্রম চালু থাকবে।

হাসপাতাল পরিদর্শনে এসে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি বলেন, ‘এতো অল্প সময়ে, এমন গুছানো প্রতিষ্ঠান সত্যিই প্রশংসার দাবিদার।’ তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image