image

আজ, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

পুরান ঢাকার ব্যবসায়ী বশির উল্লাহ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

ঢাকা ব্যুরো    |    ১৮:৩৭, নভেম্বর ১৬, ২০১৯

image

পুরান ঢাকার হাজারীবাগের সরদার পরিবারের সদস্য, বিএস লেদারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব বশির উল্লাহ (৮৪) শুক্রবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বাদ জুমা খলিল সর্দার জামে মসজিদে দুটি জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

এ সময় ঢাকা -১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নুর তাপস বশির উল্লাহর  বাস ভবণে গিয়ে তার সন্তান ও স্বজনদের শান্তনা দেন।এছাড়া ঢাকা -৭ আসনের  সংসদ সদস্য হাজী মোঃসেলিম  শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানান।

মৃত্যুকালে হাজী বশির উল্লাহ  দুই ছেলে তিন মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী-শুভাকাংখি রেখে গেছেন।

তিনি কালু নগর নতুন রাস্তায় সর্দারপরিবারের অর্থায়নে প্রতিষ্ঠিত হাজী ইয়াসিন বানু উচ্চ বিদ্যালয়সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান,মাদ্রাসা, এতিমখানা, মসজিদ ও সামাজিক - ব্যবসায়ীক সংগঠনের পৃষ্ঠপোষকতা করেছেন এবং জড়িত ছিলেন। তার আকর্ষিক মৃত্যুতে পুরান ঢাকায় শোকের ছায়া নেমে আসে।তার বড় ছেলে সোহেল আহম্মেদ দিলু একজন ক্যামিকেল ও চামড়া ব্যবসায়ী।ছোট ছেলে শাকিল আহমেদ আনু ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

আগামীকাল(সোমবার)  বাদ আসর হাজারীবাগ খলিল সর্দার জামে মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image