image

আজ, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

মিরসরাই আওয়ামীলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মিরসরাই সংবাদদাতা    |    ২৩:৩৩, নভেম্বর ১৭, ২০১৯

image

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

সোমবার দিনব্যাপী ১৮ টি ইউনিটের তৃণমূলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বলে রবিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার (১৮ নভেম্বর) সকাল দশটায় ১ নম্বর করেরহাট ইউনিয়নের নেতাকর্মীদের সাথে করেরহাট বাজারে, ১০ টা ৪৫ মিনিটে হিঙ্গুলী ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভার নেতাকর্মীদের সাথে বারইয়ারহাট পৌরসভার রোজিনা হোটেলের সামনে, সকাল সাড়ে ১১ টায় বাংলাবাজারে ধুম ইউনিয়নের নেতাকর্মীদের সাথে, ১২ টা ১৫ মিনিটে আজমপুর বাজারে ওচমানপুর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে, দুপুর ১ টায় জোরারগঞ্জ বাজারের দলীয় কার্যালয়ে জোরারগঞ্জ ইউনিয়নের নেতাকর্মীদের সাথে, দুপুর ১ টা ৩০ মিনিটে ঝুলনপোল বাজারে ইছাখালী ইউনিয়নের নেতাকর্মীদের সাথে, বিকাল ২ টা ৩০ মিনিটে বামনসুন্দর দারোগারহাট বাজারে কাটাছরা ইউনিয়নের নেতাকর্মীদের সাথে, বিকাল ৩ টায় সুফিয়া বাজারে মিঠানালা ইউনিয়নের নেতাকর্মীদের সাথে, বিকাল ৩ টা ৩০ মিনিটে ঠাকুরদিঘী বাজারে দুর্গাপুর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে, বিকাল ৪ টায় মিঠাছরা বাজারে মিরসরাই সদর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে, বিকাল ৪ টা ৩০ মিনিটে মিরসরাই পৌরসদরের দলীয় কার্যালয়ে মিরসরাই পৌরসভার নেতাকর্মীদের সাথে, সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে বড়তাকিয়া বাজারে খইয়াছরা ইউনিয়নের নেতাকর্মীদের সাথে, সন্ধ্যা ৬ টায় ছোট কমলদহ বাজারে ওয়াহেদপুর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে কমরআলী বাজারে হাইতকান্দি ইউনিয়নের নেতাকর্মীদের সাথে, রাত ৭ টায় ভোরের বাজারে সাহেরখালী ইউনিয়নের নেতাকর্মীদের সাথে, রাত ৮ টায় আবুতোরাব বাজারে মঘাদিয়া ইউনিয়ন ও মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছামূলক সৌজন্য স্বাক্ষাত করবেন নব নির্বাচিত সভাপতি-সম্পাদকের নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা। 

উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করতে আমরা সাংগঠনিক বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এই সফরে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নেতাকর্মীদের উজ্জীবিত করতে ও তাদের সাংগঠনিক বিষয়ে পরামর্শ দেওয়া হবে। সারাদেশের ন্যায় মিরসরাইয়েও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নেতৃত্বে যে উন্নয়ন কর্মযজ্ঞ হচ্ছে তা তৃণমূলের নেতাকর্মীদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে তুলে ধরা হবে। আমাদের আগামীর ভবিষ্যৎ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেলের নেতৃত্বে মিরসরাইয়ে আওয়ামী লীগ উজ্জীবিত করতে আমরা কাজ করবো।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ও প্রার্থীদের সমঝোতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে একেএম জাহাঙ্গীর ভূঁইয়া নির্বাচিত হন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image