image

আজ, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে সালমান এফ রহমান

মিরসরাই সংবাদদাতা    |    ২৩:১৯, ডিসেম্বর ৪, ২০১৯

image

আগামী চার বছরের মধ্যে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগরীতে দশ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে শিল্পনগরী পরিদর্শন শেষে তিনি এ পরিকল্পনার কথা জানান।

গেল কয়েক বছর ধরেই মিরসরাইয়ে চলছে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিশাল কর্মযজ্ঞ। সেই উন্নয়ন কর্মকান্ড ইতিমধ্যেই দৃশ্যমান হতে শুরু করেছে। চরের বুকে ব্যাপক সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগরী। এই শিল্প নগরীতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান।

সালমান এফ রহমান জানান, ইতোমধ্যে দুইটি কারখানার নির্মাণ কাজ প্রায় শেষ। কিছুদিনের মধ্যেই উৎপাদনে যাচ্ছে তারা। এই শিল্পনগরীকে ঘিরে দীর্ঘমেয়াদে বড় বিনিয়োগ পাওয়ার কথা ভাবছে সরকার।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরো জানান, সরকার বিদেশি বিনিয়োগ আনতে ব্যাপকভাবে কাজ করছে। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো দেশভিত্তিক আলাদাভাবে বরাদ্দ করায় বিনিয়োগকারী দেশগুলো আগ্রহী হয়ে উঠছে। 

সালমান এফ রহমান শিল্পনগরীর বিভিন্ন নির্মানাধীন কারখানা ঘুরে দেখেন এবং একটি জারুল গাছ রোপন করেন। এসময় বেজা চেয়ারম্যান পবন চৌধুরী, বেজার প্রজেক্ট ডিরেক্টর ফারুক হোসেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, মিরসরাই পৌরসভার মেয়র এম গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

এদিকে বেজা বলছে, আগামী এক বছরেই দশ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে এ শিল্প নগরীতে। বঙ্গোপসাগরের পাড় ঘেঁষে এখানে ছোট-বড় ১২শ’র বেশি শিল্প কারখানা হওয়ার কথা রয়েছে। থাকবে বন্দর জেটি সুবিধা, বিদ্যুৎকেন্দ্র, ট্যুরিজম পার্কসহ নানা সুযোগ-সুবিধা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image