image

আজ, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বেপরোয়া কালুরঘাট লাইনের সিটি বাস : নিয়ন্ত্রণ জরুরী

মঞ্জুরুল ইসলাম    |    ১৮:০৪, ডিসেম্বর ১০, ২০১৯

image

চট্টগ্রাম শহর এলাকায় কালুরঘাট বাস ষ্টেশন থেকে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় সিটি বাস চলাচল করে। কালুরঘাট থেকে চট্টগ্রামের বহদ্দারহাট, চকবাজার, নিউ মার্কেট, পতেঙ্গাসহ কয়েক রুটে চলাচল করে এই বাসগুলো। বিশেষ করে মুরাদপুর, বহদ্দারহাট, সিএনবি, বাস সিগন্যাল, রাস্তার মাথা আর শেষ ষ্টেশন কালুরঘাট এলাকায় দেখা যায় এই সিটি বাসগুলো কত বেপরোয়া। যেন তারা রাস্তার রাজা। এ সকল ষ্টেশনে যাত্রী উঠা নামা করার সময় পুরো রাস্তা দখলে নেন বাসগুলো। ফলে পিছনের অন্য গাড়িগুলো যাওয়ার সুযোগ থাকেনা। সে কারণে বিশাল যানজট সৃষ্টি হয়। রাস্তার মাথার মোড়টি থ্রীমূখী। স্বার্বক্ষনিক এই মোড়ে ট্রাফিক পুলিশ,সার্জেন্টসহ পুলিশ বক্সে পুলিশ থাকলেও নেই কোন ব্যবস্থা। ট্রাফিক পুলিশের সামনেই বাসগুলো রাস্তা দখল করে রাখেন। তাছাড়া গ্রাম অঞ্চলের সিএনজি টেক্সীগুলোও এলোমেলো ভাবে রাখা হয় এই মোড়ে। 

বহদ্দারহাট থেকে কালুরঘাট সড়কটির বেহাল দশা। সমস্ত রাস্তাজুড়ে সংস্কারের কাজ চলছে। ধোলাবালির রাজ্যে পরিনত হয়েছে সড়কটি। সড়ক উন্নয়নের কাজ চলছে ধীরগতিতে। হাজার হাজার কর্মজীবি মানুষ ছুটে চলে সেই সড়ক দিয়ে। রাস্তার দুই পাশে ড্রেইনের কাজ করার জন্য মাটি তুলে গর্ত করে রেখেছে প্রায় ২মাস। কোন কোন জায়গায় রাস্তার দুই পাশে কাজ করে মাটির স্তুপ দিয়ে একমূখী রাস্তা চলাচলের জন্য খুলে দেয়।

আলম নামের এক বাস চালকের কাছে জানতে চাইলে বলেন, এই রাস্তায় চলাচল করলে আমাদের পিছনে পিছনে চলতে হয়। এই রাস্তার মালিক আমরা। আপনি দেখছেন না এখানে ট্রাফিক পুলিশ, সার্জেন্ট আছে তারা কিছু বলছে না?

একজন পথচারী দিদারুল আলম বলেন, ভাই কেউ কিছু বলে না তাদের । তাদের ইচ্ছেমত গাড়ি চালায়, গাড়ি থামায়। যেখানে ইচ্ছে সেখানে ব্রেক করে দাঁড়িয়ে থাকে। তারা পুলিশকে মাসিক টাকা দিয়ে চলে, সেজন্য বেপরোয়া হয়ে গাড়ি চালালেও কেউ কিছু করতে পারে না। এখানে যে সিএনজিগুলো দেখছেন সব গ্রাম নাম্বার। এগুলো শহরে প্রবেশের কোন অনুমতি নেই । কিন্তু টোকেন দিয়ে তারা শহরে যাতায়াত করে। টোকেনগুলো ট্রাক্সির সামনে গøাসে লাগানো থাকে। এই টোকেনগুলো দেওয়ার জন্য একজন দালাল টুপি পড়া লোক থাকে। সে সব সময় কালুরঘাট ষ্টেশনে থাকেন, আবার কোন ঝামেলা হলে সে সমাধান করতে আসে।

অব্যবস্থাপনায়, ধুলোবালিতে শ্বাসরোগের সৃষ্টি হচ্ছে। বেপরোয়া বাস চলাচলের জন্য প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। বেপরোয়া বাসগুলোর বিরুদ্ধে সড়ক আইনের ব্যবস্থা গ্রহণ ও সড়কগুলোর দায়িত্বে থাকা সার্জেন্ট ও ট্রাফিক পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার শাস্তির দাবী জানান সাধারণ জনগণ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image