image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

পাঁচলাইশে গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরিফের শোহাদায়ে কারবালা মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি    |    ২৩:৩১, সেপ্টেম্বর ২০, ২০১৮

image

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ বিবিরহাট বশর মার্কেট রেল গেইটস্থ গাউসিয়া হকভাণ্ডারী খানকাহ শরিফের ব্যবস্থাপনায় আহলে বাইত-এ রাসূল (দ.) স্মরণে ৫দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের তৃতীয় দিবস ১৯ সেপ্টেম্বর বুধবার রাতে খানকাহ শরিফ কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হয়।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ছগির আহমদ ওসমানির সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার সহ-উপাধ্যক্ষ আল্লামা রফিকুদ্দিন ছিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন শাহাজাদা সৈয়দ জুনাইদুল ইসলাম, সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, সাউথ চট্টগ্রাম হাসপাতালের পরিচালক মো. সেলিম মোস্তফা, বিশেষ আলোচক ছিলেন মাওলানা হাফেজ আবুল কাশেম, মাওলানা আবুল কাশেম আনওয়ারী প্রমুখ। 

শোহাদায়ে কারবালা মাহফিলের তৃতীয় দিবসে বক্তারা বলেন, নামাজ সকল মুমিন মুসলমানদের জন্য ফরজ। এ নামাজকে ইসলামে দ্বিতীয় স্তম্ব বলা হয়। নামাজ ছাড়া বেহেশতে প্রবেশ করা যাবে না। দুনিয়াবি সকল কাজের পাশাপাশি যথাসময়ে নামাজ আদায় করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। নামাজকে কখনো অবহেলা করা যাবে না। নামাজ মানুষকে সকল প্রকার অসৎ কাজ থেকে দুরীভূত রাখে। পাশাপাশি জাহান্নামের আজাব থেকে রক্ষা করবে। তাই সকলকে নামাজের প্রতি গুরুত্ব দেয়ার আহবান জানানো হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image