image

আজ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কর্ণফুলীর শিকলবাহায় দখলে বিপর্যস্ত সরকারী খাল !

কর্ণফুলী সংবাদদাতা    |    ০০:৩৯, মার্চ ১০, ২০২০

image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে সরকারি একটি খাল ভরাটের অভিযোগ পাওয়া গেছে। অবৈধ দখলদার’রা পানি চলাচলের খালটি রাতারাতি ভরাট করে স্থাপনা তৈরি করার জন্য ইট, পাথর, লোহা ও কংক্রিট মজুদ করেছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে এলাকার লোকজন ইতোমধ্যে প্রতিকার চেয়ে ভূমি ও নৌ-পরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, নদ-নদীর মুখপাত্র পরিবেশ সংগঠন নোঙরসহ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে বলে সূত্র জানায়। প্রশাসন বিষয়টি নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও লোকজনের অভিযোগ।

জানা যায়, এলাকার প্রভাবশালী ভূমিদস্যু ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় উপজেলার শিকলবাহা ৩নং ওয়ার্ডের বাসিন্দা এরশাদ আহাম্মদ ও কতিপয় লোকজন বিল্লাপাড়া জোলের গোড়া খালটি ভরাট করে চলেছেন। স্থানীয় প্রশাসন যেনো বিষয়টি দেখেও দেখছেন না। 

এদিকে দখলবাজরা এলাকার প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষও এদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছেন না। এই সুযোগে প্রভাবশালীরা সরকার ও পরিবেশ অধিদপ্তরের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিন দুপুরে শ্রমিক লাগিয়ে খালটি ভরাট করে দখল করছেন। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে শিকলবাহা ইউনিয়নে চাষাবাদে পানি নিষ্কাশনের একমাত্র এই বিল্লাপাড়া খালটি চিরতরে শেষ হয়ে যাচ্ছে কিছু খারাপ প্রকৃতির লোকজনের কারণে। 

বিল্লাপাড়াবাসী জানায়, এভাবে সরকারি খালটি দখল হয়ে গেলে জোয়ারে খালের স্বাভাবিক পানি প্রবাহিত হতে বাধা সৃষ্টি হবে। এমনকি শিকলবাহা গ্রামের প্রায় শতাধিক একর কৃষি জমিতে সেচ কাজ ব্যাহত হবে। এছাড়াও বর্ষা মৌসুমে খালটি দিয়ে বিস্তীর্ণ এলাকার পানি প্রবাহিত বন্ধ হয়ে যাবে। 

যদিও প্রাচীন আমল থেকে নৌকা ও সাম্পানযোগে এলাকার লোকজন এই বিল্লাপাড়া খাল দিয়ে মালামাল আনা নেওয়া করতেন। এখনো বর্ষা মৌসুম ও জোয়ারে এলাকার মানুষ মালামাল আনা নেওয়া করেন। সাধারণ মানুষেরা দাবি জানিয়েছেন, তাদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন কৃষি চাষ ও সরকারি খাল রক্ষায় যেনো স্থানীয় প্রশাসন জরুরী পদক্ষেপ নেয়।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন জানান, সরকারি খাল দখল করা অন্যায়। আমি বিষয়টি খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি। যারা অভিযোগ করেছে তারা যেন আমার সাথে দেখা করেন। প্রয়োজনে আমি খাল পরিদর্শন করব।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image