image

আজ, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

করোনা ভাইরাস রেসপন্স টিমের মহড়া অনুষ্ঠিত

প্রতিবেদক    |    ২১:৪২, মার্চ ২৮, ২০২০

image

করোনা ভাইরাসে ঘরে থাকা নগরবাসীর প্রয়োজনে হোম সার্ভিস চালু করেছে চট্টগ্রাম মেট্রাপলিটন ‍পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার থেকে নগরবাসীর ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ঔষধ পৌঁছে দেয়ার কঠিন ও মানবিক এ কার্যক্রম হাতে নিয়েছে সিএমপি।

শনিবার (২৮ মার্চ) দামপাড়া পুলিশ লাইন্সে হয়ে গেলো করোনা ভাইরাস রেসপন্স টিমের মহড়া ।

সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট ও পুলিশ সদস্যদের সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট এই টিম করোনা ভাইরাস প্রতিরোধে পিপিই, অন্যান্য সরঞ্জাম ও ২টি এ্যাম্বুলেন্স নিয়ে সর্বদা প্রস্তুত থাকবে। কোন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করবে। করোনা ভাইরাসে কোন জনসাধারণ আক্রান্ত হলে তাকে আইসোলেশন বা হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করবে। এছাড়াও আইসোলেশন বা হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খাদ্য, ঔষধ ও অন্যান্য সহায়তা পৌছে দিবে।

উল্লেখ্য চট্টগ্রাম মহানগর এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত পুলিশ সদস্য ও জনসাধারণকে জরুরী সহায়তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমানের নির্দেশে গঠন করা হয় করোনা ভাইরাস রেসপন্স টিম।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image