image

আজ, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

চট্টগ্রামে র‌্যাব-পুলিশসহ ১৬৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৭, মে ২৪, ২০২০

image

চট্টগ্রামে একদিনে ৪৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৬৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৪৬ জন ও উপজেলা পর্যায়ে ২০ জন রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে র‌্যাব, নগর পুলিশ, জেলা পুলিশ ও শিল্প পুলিশের অন্তত ২৭ জন আছেন।

শনিবার (২৩ মে) মধ্যরাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, শনিবার বিআইটিআইডিতে ২৪৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে চট্টগ্রামের ৬২ জনের। এর মধ্যে ৫৬ জন নগরের বাসিন্দা। ৬ জন বিভিন্ন উপজেলার।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে শনিবার ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ৯০ জন আছেন। বাকি ৮ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে শনিবার ৫০টি নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৫টি সাতকানিয়ার ৪ জন ও লোহাগাড়ার দুইজনের করোনা শনাক্ত হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image