image

আজ, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বেপরোয়া রাইড শেয়ারিং বাইকার ধরতে অভিযান : ১৫৭ বাইক জব্দ

প্রতিবেদক    |    ২৩:৩৪, মে ২৬, ২০২০

image

সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৬টার পর নগরীতে বেপরোয়াভাবে চালানো রাইড শেয়ারিং এর বাইকারদের ধরতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অভিযানে ১৫৭টি বাইক জব্দ করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমানের নির্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৬ মে) রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্পটে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় সিএমপির সকল থানার বিভিন্ন টিম কর্তৃক পরিচালিত চেকপোস্ট কার্যক্রমকালে সরকারী নির্দেশনা অমান্য করায় এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে এসব মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দকৃত মোটরসাইকেল গলোর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্হা গ্রহন করা হচ্ছে।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে সন্ধ্যা ৬ টার পর থেকে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা আছে।এ বিধি নিষেধ এখনো বহাল আছে এবং চেকপোস্টের কার্যক্রম চলমান থাকবে।

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে সরকার কর্তৃক জারীকৃত নির্দেশনা সমূহ মেনে চলার জন্য সম্মানিত নগরবাসীর প্রতি আবারো অনুরোধ জানিয়েছে সিএমপি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image