image

আজ, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

চট্টগ্রাম জেলা প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক    |    ২০:৫২, মে ২৭, ২০২০

image

করোনাভাইরাস এর প্রাদুর্ভাব প্রতিরোধে করণীয় সম্পর্কে জেলা প্রশাসক চট্টগ্রাম কর্তৃক আয়োজিত জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭মে) চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র আ জ ম নাছির ঊদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বিসহ সরকারের অন্যান্য দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় জানানো হয় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে মনিটরিং করছেন। বাজার মনিটরিং, নদীর ঘাট/ জেটিতে সীমিত চলাচল, স্বপ্রণোদিত লকডাউনের আড়ালে অননুমোদিত দোকান বন্ধ রাখা, আড্ডা বন্ধ, বাড়ির নির্মাণ কাজ বন্ধ, ওএমএস চাল বিক্রিতে নিরাপদ দূরত্ব বজায় রাখা ইত্যাদির মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে ছিলো চট্টগ্রাম জেলা প্রশাসনের ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ টি টিম।

উক্ত সভায় সিভিল সার্জন জানান চট্টগ্রামে বুধবার ( ২৭ মে ) ৯৮ জন করোনায় আক্রান্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন ৯ জন, এ পর্যন্ত মোট ১৯১ জন সুস্থ্য হয়েছেন। আজ ২ জনের মৃত্যুসহ মোট ৬১ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম জেলায় আজ পর্যন্ত ১ হাজার ৯ শত ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম মহানগর এলাকায় ১ হাজার ৫ শত ৫৯ জন এবং ৪২৬ জন বিভিন্ন উপজেলায় আক্রান্ত হয়েছেন।

বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম এ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজার মেডিকেল এর নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজ এ তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম জেলায় আজ পর্যন্ত ২৩১ জন আইসোলেশনে এবং ৩৫৭ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

সিভিল সর্জনের কার্যালয় থেকে আরো জানানো হয়, এ পর্যন্ত পটিয়া ৬৮ জন, সাতকানিয়া উপজেলায় ৩৯ জন, সীতাকুন্ড ৭২ জন, বোয়ালখালী ২০ জন, হাটহাজারী ৫২ জন, আনোয়ারা ৯ জন, চন্দনাইশ ১৫ জন, ফটিকছড়ি ৬ জন, মিরসরাই ৯ জন, লোহাগারা ৪৬ জন, সন্ধীপ ১৫ জন, রাঙ্গুনিয়া ৩৪ জন, বাশখালী ২৫ জন এবং রাউজান ১৫ জন আক্রান্ত হয়েছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image