image

আজ, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

চট্টগ্রামে সংবাদকর্মীদের মধ্যে করোনাকালীন সহায়তার চেক বিতরণ

প্রতিবেদক    |    ২১:৪২, জুলাই ৩, ২০২০

image

করোনায় বিশ্বের সকল দেশেই সকল শ্রেণি পেশার মানুষের সাথে সাথে সংবাদকর্মীরাও ক্ষতিগ্রস্থ হয়েছেন কিন্তু কোথাও বাংলাদেশের মতো সহায়তার নজির নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিডিয়া বান্ধব নেতা বলেই তিনি সুখে দুঃখে গণমাধ্যমকর্মীদের পাশে সবসময় সহায়তার হাত বাড়িয়ে দেন বলে অভিমত ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।

শুক্রবার (৩জুলাই) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( সিইউজে) আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত সাংবাদিকদের করোনাকালীন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি মো. আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ( সিইউজে) সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কুদ্দুস আফরাত, ( সিইউজে) এর যুগ্ম মহাসচিব মহসিন কাজীসহ স্থানীয় গণ্যমান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ড.হাছান মাহমুদ বলেন,বলেন ইউরোপের দেশগুলোতে মৃত্যুর মিছিল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুরক্ষা দিয়েছেন। শুরু থেকে ত্রাণ তৎপরতা চালু করেছেন। ত্রাণ অব্যাহত আছে। এখনও কোন মানুষ না খেয়ে মারা যায়নি।

ঈমাম মোয়াজ্জিনের কাছেও সাহায্যের টাকা পৌঁছে গেছে। ৭ কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। সরকারের এমপি মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন সাধারণ মানুষকে ত্রাণ সহায়তা দিতে গিয়ে।

মন্ত্রী আরও বলেন দেশের অর্থনীতি ও খেটে খাওয়া মানুষকে রক্ষা করার জন্য কাজ করছে সরকার।

সার্বিকভাবে সরকার করোনায় মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে। পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে মৃত্যুর হার ভারত-পাকিস্তানের চেয়ে কম। তাই অন্ধের মত সমালোচনা না করার আহব্বান জানান মন্ত্রী।

প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে ১ হাজার ৫ শ' সাংবাদিকদের মধ্য ২৫০ জনকে করোনাকালীন সহায়তার তালিকায় আনা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও গণমাধ্যমকর্মীদের সাহায্য দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী ।

চট্টগ্রামে ইউএসটিসি ও হলিফ্যামিলি হাসপাতালে সাংবাদিকদের চিকিৎসার অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে এ সময় জানানো হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image