image

আজ, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

জলে কাদায় নাকাল দোহাজারীর জনজীবন

মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ সংবাদদাতা    |    ১২:১৬, জুলাই ১৩, ২০২০

image

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ষ্টেশন রোড সড়কটিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভাঙ্গাচোরা সড়ক ও ময়লা-আবর্জনায় ড্রেন ভরাট থাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে পানি জমে থাকে। এতে বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের। জলাবদ্ধতা নিরসণের জন্য দ্রুততম সময়ে ষ্টেশনরোডের পাশ্বের ড্রেনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে ড্রেনেজ ব্যবস্থার উন্নতির দাবি জানান স্থানীয় সচেতন মহল।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই ষ্টেশন রোডের খানপ্লাজার সামনে থেকে হাবিব প্লাজা পর্যন্ত বৃষ্টির পানি জমে আছে। পানি নেমে যেতে না পারায় এস্থানে স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। পার্শ্ববর্তী ড্রেন থেকে ময়লা পানি উপচে পড়ছে সড়কে। ময়লা ও দুগন্ধযুক্ত পানি টপকে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের।

ষ্টেশন রোডের ব্যবসায়ী নাজিম উদ্দীন বলেন, ''ষ্টেশনরোড দিয়ে চলাচলকারী পথচারীদের বর্ষা মৌসুমের ভোগান্তি নতুন না হলেও ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারনে এটি বেড়েছে বহু গুণ। ড্রেন দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। স্থায়ীভাবে পানি জমে থাকায় রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলসহ ছোট আকারের যানবাহনকে প্রায়ই পড়তে হয় দূর্ঘটনার মুখে।''

রিপন বড়ুয়া নামের আরেক ব্যবসায়ী বলেন, "সামান্য বৃষ্টিতেই ষ্টেশনরোডে পানি জমে থাকে। জমে থাকা সেই পানি নামতে লেগে যায় অন্তত দুই থেকে তিন দিন। খানপ্লাজা থেকে হাবিব প্লাজা পর্যন্ত এলাকায় জমে থাকা পানিগুলো নামতে অনেক সময় এক সপ্তাহ লেগে যায়। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগে পড়তে হয়।" শফিউল আলম পারভেজ নামের একজন পথচারী বলেন, "দীর্ঘদিন ধরেই ষ্টেশনরোড সড়কের পাশের ড্রেনটি সংস্কারকাজ হয়নি। দীর্ঘ বিরতি দিয়ে মাঝে মাঝে ড্রেন পরিষ্কার করলেও ড্রেন সংস্কার না করায় তা পুনরায় ভরাট হয়ে পানি নিষ্কাশনের অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেনের ময়লাযুক্ত পানি সড়কে উপচে পড়ায় পথচারীদের পঁচা, দুর্গন্ধযুক্ত, ময়লা-আবর্জনা মেশানো পানি মাড়িয়ে চলাফেরা করতে হয়।"

দ্রুততম সময়ে ষ্টেশন রোডের পানি নিষ্কাশনের জন্য ড্রেইন সংস্কারের জন্য দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান স্থানীয় সচেতন মহল।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image