image

আজ, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

তিন বছরেও হয়নি ওয়ার্ড বিভক্তি, গঠন হয়নি সহায়ক কমিটি

দোহাজারী পৌরবাসীর কপালে সেবার বদলে জুটছে যন্ত্রণা

মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ সংবাদদাতা    |    ২০:১৭, আগস্ট ২৬, ২০২০

image

দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহর খ্যাত দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরের জন্য ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মোঃ  নজরুল ইসলাম চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের নয়টি ও পার্শ্ববর্তী সাতবাড়িয়া ইউনিয়নের দুইটি ওয়ার্ড নিয়ে ২০১৭ সালে গঠিত হয় দোহাজারী পৌরসভা। ওই বছরের ১১মে দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে সরকারী গেজেট বা পরিপত্র জারি করা হয়।

‘গ’ শ্রেণির এই পৌরসভার নাগরিকেরা ১০ থেকে ১২ ধরনের সেবা পাওয়ার কথা। এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ আবাসিক, শিল্প ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, যাত্রীছাউনি, সড়কবাতি, যানবাহনের পার্কিং স্থান ও বাসস্ট্যান্ড নির্মাণ, শিক্ষা, খেলাধুলা, চিত্তবিনোদনের ব্যবস্থা করা এবং সৌন্দর্য বৃদ্ধিকরণ।

ইউনিয়ন থেকে পৌরসভা হওয়ায় উন্নয়নের আশায় বুক বেঁধেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কাগজে-কলমে পৌর নাগরিক হলেও সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি তাঁদের। ইউনিয়ন থেকে পৌরসভায় রূপান্তরিত করার পর দীর্ঘ তিন বছর অতিবাহিত হলেও পৌর প্রশাসক দিয়ে চলছে পৌরসভার কাজ। অদ্যাবধি অনুমোদন করা হয়নি সহায়ক কমিটি। তাছাড়া ওয়ার্ড বিভাজনের কাজও সম্পন্ন করা হয়নি। এ কারণে দোহাজারী পৌরসভায় কবে নাগাদ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে সংশয় রয়েছে ভোটারদের মাঝে। দীর্ঘ তিন বছর পূর্বে পৌরসভা ঘোষণা করা হলেও জনবল সংকটের কারণে সেবা পাচ্ছে না পৌরবাসী।

জানা গেছে, পৌরসভা আইন অনুযায়ী 'গ' শ্রেণীর পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও সচিব, প্রকৌশলী, হিসাব রক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৭৪টি পদ এবং সে মোতাবেক জনবল নিয়োগ দেয়ার বিধান রয়েছে। কিন্তু দোহাজারী পৌরসভা ঘোষণার তিন বছর অতিবাহিত হলেও প্রশাসক, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, হিসাব রক্ষক, লাইসেন্স পরিদর্শক, কর আদায়কারী দিয়ে চালানো হচ্ছে পৌরসভার কার্যক্রম। সম্প্রতি চন্দনাইশ পৌরসভায় কর্মরত পৌর সচিব মোহাম্মদ মহসিন-কে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দোহাজারী পৌরসভায় পৌর সচিব এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

পৌরসভা হওয়ার পর স্থানীয় বিভিন্ন ধরনের করের পরিমাণ বাড়লেও সে অনুযায়ী সুযোগ-সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ পৌরবাসীর। দোহাজারী পৌরসভায় নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় কাদা পানিতে একাকার হয়ে পড়ে সড়কপথ। সড়কবাতি, ডাস্টবিন, হাটবাজার, পৌরসভার জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা। ভুক্তভোগীদের অভিযোগ, মোটা অঙ্কের টাকা দিয়ে জাতীয় সনদপত্র, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, মৃত্যুসনদ, ওয়ারিশ সনদপত্র পেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভার বিভিন্ন এলাকায় ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ফলে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বিগত দুই বছর আগে স্থানীয় সরকার বিভাগ থেকে গার্ভেজ ট্রাক বরাদ্দ পেলেও চালক এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ না হওয়ায় সেটিরও কোন সুফল পাওয়া যাচ্ছেনা। ড্রেনেজ ব্যবস্থা সঠিক না থাকায় অল্প বৃষ্টিতে বিভিন্ন রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। দোহাজারী পৌরসভায় রাস্তাগুলো এবড়োথেবড়ো, বিভিন্ন জায়গায় গর্ত। রাস্তাঘাটের অবস্থা এতটাই নাজুক যে, পৌরসদর থেকে বেরুবার রাস্তাগুলো দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভার কোথাও সড়কবাতি স্থাপন করা হয়নি। পৌরসভার সাবেক প্রশাসক আ.ন.ম বদরুদ্দোজা জনদাবীর প্রেক্ষিতে পুরো দোহাজারী পৌরসভার সবগুলো ওয়ার্ডকে আলোকায়ন করার জন্য প্রায় ৭০লাখ টাকা ব্যয়ে সড়ক বাতি স্থাপন প্রকল্প হাতে নিয়েছিলেন। দিয়াকুল, জামিজুরী, ঈদ পুকুরিয়া ও চাগাচর এলাকায় লাইন টানিয়ে শেড স্থাপণ করলেও বাতি লাগানো হয়নি। রানিং বিল না পাওয়ার অভিযোগ এনে দীর্ঘদিন যাবৎ কাজ বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট  ঠিকাদার। পৌরসভায় নেই বাসস্ট্যান্ড, যাত্রীছাউনি ও যানবাহনের পার্কিং স্থান। স্থাপণ করা হয়নি গনশৌচাগার ও কসাইখানা। এছাড়া খেলাধুলা এবং চিত্তবিনোদনেরও কোন ব্যবস্থা নেই।

পৌরসভা কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের নিকট থেকে পৌরকর আদায় করলেও নাগরিক সুবিধা বলতে কিছুই পাচ্ছে না বলে অভিযোগ করেন পৌরবাসী।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image