image

আজ, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ ইং

কোটা বহাল রাখার দাবীতে চট্টগ্রামে সমাবেশ

প্রতিবেদক    |    ২১:০৬, অক্টোবর ৪, ২০১৮

image

কোটা বহাল রাখার সমাবেশ চট্টগ্রামে

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে রাজধানী শাহবাগের মত চট্টগ্রামের জামালখান প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড’ ও ‘মুক্তিযোদ্ধার পরিবার’ নামের দুইটি সংগঠন। 

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেল ৪টা প্রেস ক্লাবের সামনের সড়কে তারা অবস্থান কর্মসূচি নিলে দু’পাশের সড়কে যানজট সৃষ্টি হয়। 

এসময় তারা কোটা রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

তবে দুইভাগে বিভক্ত সড়কের একপাশে অবস্থান নেওয়ায় নগরীর জামালখান দিয়ে যানবাহনের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটছে।

আশপাশের এলাকায় যানজটও সৃষ্টি হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মুক্তিযোদ্ধা কোটার পক্ষে তরুণ-যুবকরা প্রেসক্লাবের সামনে রাস্তায় অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

সমাবেশে মুক্তিযোদ্ধাদের সন্তানদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। 

উল্লেখ্য, সরকারি চাকরিতে নিয়োগে এতদিন ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।

এই কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে কয়েক মাস আগে জোরালো আন্দোলন গড়ে তোলে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি প্ল্যাটফর্ম। 

এরপর কোটা পদ্ধতি পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেয় সরকার। 

ওই কমিটি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা সম্পূর্ণ তুলে দেওয়ার সুপারিশ করে, যা বুধবার মন্ত্রিসভার অনুমোদন পায়।image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৭:০৮, ডিসেম্বর ১৬, ২০১৮

চট্টগ্রাম ১১ আসনে বিজয় দিবসের আলোচনা সভা


Los Angeles

১৭:১৮, ডিসেম্বর ১৫, ২০১৮

”সিএমসিসিআই আয়োজিত ৫ম বাণিজ্য ও রপ্তানি শুরু”


Los Angeles

১৪:৫৬, অক্টোবর ২১, ২০১৮

অবশেষে আমীর খসরুও কারাগারে


image
image
image

আরও পড়ুন

Los Angeles

১৬:২৪, ডিসেম্বর ১৭, ২০১৮

রাঙ্গুনিয়ায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে ইসলামী ফ্রন্ট