image

আজ, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৯:৩২, সেপ্টেম্বর ৯, ২০২০

image

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে অল্প সময়েই বিশ্ব দরবারে প্রতিষ্ঠা পেয়েছিলেন। সদ্য স্বাধীন বাংলাদেশকে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অনিশ্চয়তায় দোদুল্যমান অবস্থা থেকে স্থিতিশীলতা সৃষ্টি করে গণতান্ত্রিক কাঠামোতে স্থাপন করেছেন জিয়াউর রহমান। শুধুমাত্র দেশপ্রেম ও জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় করতে উন্নয়নের রাজপথে চলমান করিয়ে দেওয়ার বিরল কৃতিত্বের অধিকারীও শহীদ জিয়াউর রহমান। বর্তমান সরকারের অনৈতিক কর্মকান্ড ও সর্বক্ষেত্রে দুর্ণীতি দুঃশাসনের কারণে জনবিচ্ছিন্ন হয়ে জিয়াউর রহমানকে জড়িয়ে নিয়মিত মিথ্যাচার করে জনগণেরে দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চায়। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ।

তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে নগরীর কাজির দেউরীস্থ নাছিমন ভবন দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪২ মত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, মহানগর বিএনপির সহসভাপতি আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন।

এই সময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহ সভাপতি জেসমিনা খানম, খালেদা বোরহান, সাহেদা খানম মালা, সিনিয়র যুগ্ম সম্পাদক সকিনা বেগম, যুগ্ম সম্পাদক আখি সুলতানা, রেজিয়া সুলতানা মুন্নি, সাহেরা বেগম, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার লিজা, দপ্তর সম্পাদক নাছরিন বাপ্পি, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা, সমাজ কল্যান সম্পাদক ফারহানা জসিম, পাঁচলাইশ থানা  মহিলা দলের  সভাপতি সায়েমা হক, সাধারণ সম্পাদক জিন্নাত রাজ্জাক, নগর মহিলা দলের সহ সম্পাদক তাসলিমা আহামেদ, পারভীন চৌধুরী, ফাতেমা আক্তার কাজল, ঝুমা আক্তার রুমা, কামরুন নাহার, নাছরিন আক্তার, জুলি আক্তার, পারভীন আক্তার, মনোয়ারা মনি, সামছুন নাহার, ইসরাত চৌধুরী, রানী বেগম, ফাতেমা বেগম, সাহেদা আক্তার প্রমূখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image