image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

চুয়েটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৫:৪২, অক্টোবর ১৬, ২০২০

image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ (সিইএসইআর) এবং পুরকৌশল বিভাগের যৌথ আয়োজনে "স্যানিটেশন অ্যান্ড স্যানিটারিনেসঃ দ্য রোল অফ ব্যারিয়ারস" (Sanitation and Sanitariness : The Role of Barriers) শীর্ষক এক ওয়েবইনার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ওয়েবইনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর।

এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পালের সভাপতিত্বে ওয়েবইনারটি পরিচালনা করেন সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী।

উক্ত ওয়েবইনারে স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির বাওহাউস ইউনিভার্সিটি ভাইমার (Bauhaus-Universitat Weimar)-এর প্রফেসর ড. ইয়ুর্গ লনডং (Prof. Dr. Jorg Londong)।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম। ওয়েবইনারটি সঞ্চালনা করেন সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্সের গবেষণা প্রভাষক মো. আরিফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্য ইউজিসি'র সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর বলেন, "বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও হাত ধোয়ার বিকল্প নেই। ঘনঘন সাবান দিয়ে হাত ধুলে অনেক রোগের সংক্রমণ কমে আসে। এতে করে সাধারণ জনগণের মাঝে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি হয়। বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টি ও উদ্ধুদ্ধকরণের লক্ষ্যেই বিশ্বব্যাপী এই হাত ধোয়া দিবস পালিত হয়।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:৫৪, মে ২৪, ২০২২

চিটাগাং সিটি লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠিত


Los Angeles

০০:৫০, অক্টোবর ৬, ২০২১

চকবাজার মতি কমপ্লেক্সে নূর ফ্যাশন হাউজ শোরুম উদ্বোধন


image
image