image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

মৃত্যুদন্ড আইন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

ধর্ষকদের সামাজিকভাবেও বয়কট করতে হবে : আব্দুল কাদের

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৫০, অক্টোবর ২১, ২০২০

image

ধর্ষকদের আইনী সাজার পাশাপাশি সামাজিকভাবেও বয়কট করতে হবে। বর্তমান সরকার ধর্ষকদের কোনরূপ ছাড় না দিয়ে আইনের আওতায় নিয়ে আসছেন তাতে অপরাধীরা নিশ্চিহৃ হবেই। সরকার ধর্ষণের সাজা মৃত্যুদন্ড করার মধ্য দিয়ে প্রমাণ করেছে এসব অপরাধীর কোন দল নেই। তাদের শাস্তি পেতেই হবে। যারা ধর্ষণের শাস্তি দাবির নামে সরকারের পতন দাবী করছেন তাদের ভিন্ন রাজনৈতিক বিলাস রয়েছে বলে দাবী করেছেন ২৮নং পাঠানটুলি ওয়ার্ডের সদ্য প্রাক্তন কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কাদের।

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার আইন পাশ করায় বুধবার(২১ অক্টোবর)সকালে নগরীর আগ্রবাদে ২৮নং পাঠানটুলি ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আয়োজিত মিছিলোত্তর এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

আব্দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন।ধর্ষকরাও আইন শৃঙ্খলাবাহিনীর হাতে গ্রেপ্তার হচ্ছেন। যারা ধর্ষকদের নয়, সরকারের পতন দাবী করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। জামায়াত বিএনপি সন্ত্রাসী জোটের ইন্ধনে কেউ কেউ মাঠ গরম করার আষ্ফালনও করছেন। সেসব দিবাস্বপ্ন কোনদিন সফল হবেনা।

তিনি বলেন, এলাকায় ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জনগণ। তাদেরকে সামাজিক ও পারিবারিকভাবে বর্জন করা হবে। তাছাড়া এধরণের কিছু চোখে পড়লে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একেএম ফজলুর রহমান. ওয়ার্ড আবদুল মান্নান, আহমেদ আব্দুর রহমান, আব্দুর রহিম রাজু, ওবায়দুল কবির মিন্টু, মো,দিদার, নুরুল কবির হেলাল, আলাউদ্দিন আলো, মাসুদ খান খোকন প্রমূখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image