শিরোনাম
ঢাকা ব্যুরো | ২৩:৪২, অক্টোবর ১০, ২০১৮
রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে একটি মোটরসাইকেলের গ্যারেজে বিস্ফোরণে কর্মচারী সহ ৫ জন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ৯ টার দিকে তাজমহল রোডে বাইকার শপ নামের গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরাহলেন গ্যারেজ কর্মচারী আরিফুল ইসলাম (২৫) ও মিন্টু (৫০), অাবুল কাশেম (৩৫), রবিউল হাসান পনিক (২২) ও অজ্ঞাতনামা (৩৫) পুরুষ।
দগ্ধ গ্যারেজ কর্মচারী আরিফুল ইসলাম জানান, গ্যারেজের ভিতরেই কাজ করছিলো তারা। এসময় হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে তারা দগ্ধ হয়।
পরে অাশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে কিসে থেকে বিস্ফোরণ হয়েছে তা জানাতে পারেনি দগ্ধরা।
বার্ণ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধদের সবারই হাত, মুখ, গলা ও শরীর সহ শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে। অজ্ঞাতনামা ব্যাক্তিটির শরীরে অাঘাতও রয়েছে। সবাইকেই ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, গ্যারেজে আগুন লেগে ৫ জন দগ্ধর ঘটনা শুনেছি। আগুন বা বিস্ফোরণ এর কারণ এখনও জানতে পারিনি, বিস্তারিত জানার জন্য হাসপাতাল ও ওই গ্যারেজে পুলিশ পাঠানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited