image

আজ, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ ইং

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় গন্ডগোল : ৪টি বহাল, ৫টি কেন্দ্রে পুনরায় পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক    |    ২৩:১১, ডিসেম্বর ২৪, ২০২০

image

ছবি-প্রতীকী

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অনাকাংখিত গন্ডগোলের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা বহাল রেখে ৫টি কেন্দ্রে আবার নতুন করে পরীক্ষা নেয়ার সিন্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিন্ধান্ত গৃহীত হয়েছে।

সভার সিন্ধান্তে বলা হয়, ১৯ ডিসেম্বর,২০২০তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্র আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারী শহিদ সোহরোওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেনস কলেজ অনুষ্ঠিত লিখিত পরীক্ষার কার্যক্রম বহাল থাকবে।

অপরদিকে ৫টি কেন্দ্র মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় গোলযোগ ও বিশৃংখলা সৃষ্টি হওয়ায় বাতিল করা হয়েছে। 

সভায় এই ৫(পাঁচ) কেন্দ্রের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা যত দ্রুত সম্ভব গ্রহণ করার সিন্ধান্ত গৃহীত হয়েছে।

তাছাড়া সভায়, যে সকল উশৃঙ্খল পরীক্ষার্থী কেন্দ্রে গোলযোগ করে পরীক্ষার পরিবেশ বিনষ্ট, বিশৃঙ্খলা সৃষ্টি করতঃ পরীক্ষা গ্রহণে বাধা প্রদান, সাধারণ পরীক্ষার্থীদের শারিরিকভাবে লাঞ্চিত, জোরপূর্বক তাদের উত্তরপত্র নষ্ট, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকদের সহিত অশোভন আচরণ, পরীক্ষা কেন্দ্র ভাংচুর, ক্ষতিসাধন, সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরীক্ষা বানচালে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষাসমূহে অংশগ্রহণ নিষিদ্ধ করার নীতিগত সিন্ধান্ত হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ সিন্ধান্তের কথা জানানো হয়েছে।image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:০২, ডিসেম্বর ৩০, ২০২০

সারাদেশে সরকারি স্কুলে ভর্তির লটারি স্থগিত


Los Angeles

১৫:১৭, ডিসেম্বর ২৮, ২০২০

দ্বিতীয় দফা স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন রোহিঙ্গারা


image
image
image

আরও পড়ুন

Los Angeles

০১:২২, জানুয়ারী ২২, ২০২১

গুলশান আরা সেলিম ফাউন্ডেশনঃ সামাজিক উন্নয়নে পথচলা শুরু


Los Angeles

০১:০৭, জানুয়ারী ২২, ২০২১

চসিক নির্বাচন : ৩দিন যান চলাচলে নিষেধাজ্ঞা


Los Angeles

০০:০১, জানুয়ারী ২২, ২০২১

বাঁশখালী পৌরসদরে ভাড়া বাসায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার