image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

রাউজানে বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ৭৩তম ফাঁসি দিবস পালন

রাউজান প্রতিনিধি    |    ২২:০৯, জানুয়ারী ১২, ২০২১

image

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ৭৩ তম ফাঁসি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, মাস্টারদা বেঁচে থাকবেন স্মৃতির মনিকৌটায়। দেশের জন্যে ও দেশের মানুষের জন্যে যে ত্যাগ তিনি করেছেন তা বাঙালি জাতি কোন দিন ভুলবে না। তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। যতদিন লাল সবুজের পতাকা আকাশে উড়বে ততদিন মাস্টারদা সূর্য সন্তান হয়ে থাকবেন। 

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে রাউজান সদর মুন্সিরঘাটাস্থ মাস্টারদা সূর্যসেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন।

তাঁরা আরও বলেন, শত্রু পক্ষ নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করেছে, কিন্তু তিনি অমর। সাহসীরা মরে না, পৃথিবী সাহসীদের জন্যে। কেননা, শুরু থেকে বাঙালি জাতি সাহসিকতাপূর্ণ কাজ করে গেছেন। তাঁরা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন। 

অনুষ্ঠানে বিপ্লবী মাস্টারদা সূর্যসেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল পালিতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা আ.লীগের সি.সভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি আব্দুল্লাহ আল হারুন, শাহ আলম চৌধুরী, প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ, জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর শওকত হাসান, তসলিম উদ্দিন চৌধুরী, মুসা আলম খাঁন, তপন দে, আরিফুল ইসলাম, আবু সালেক, আজাদ খাঁন, জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী, মো. আসিফ, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, সাইদুল ইসলাম, মো. মনিরসহ প্রমূখ।

অনুষ্ঠানে মাস্টারদা সূর্যসেনের প্রতিকৃতিতে রাউজান উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ হতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image