শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি | ২২:১২, জানুয়ারী ১২, ২০২১
বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮শত পিচ ইয়াবা সহ ২ জন কে গ্রেফতার করেছে পুলিশের একটি অভিযানিক টিম।
মঙ্গলবার (১২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় বাঁশখালী থানার এস.আই (নিরস্ত্র) নাজমুল হক ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কে পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে ১৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে।
আটককৃত আসামীরা হলেন- মহেশখালী থানার ফকির জুমপাড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মৃত তালেব আলীর পুত্র বাহাদুর (২৩) ও কক্সবাজার জেলার উখিয়ার এ ডাব্লিউ,সি ব্লক, বালুখালী ক্যাম্পের মৃত আলী আহমদের পুত্র মোঃ রহিম (২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর জানান, '১ হাজার ৮শত পিচ ইয়াবাসহ আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।'
Developed By Muktodhara Technology Limited