image

আজ, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬, কাউন্সিলর পদে ৬০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চন্দনাইশ প্রতিনিধি    |    ২০:১৬, জানুয়ারী ১৭, ২০২১

image

আসন্ন পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় মেয়র পদে ছয় জন প্রার্থী ও  কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা চন্দনাইশ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। 

মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম। 

পৌর মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মাহবুবুল আলম খোকা, বিএনপি মনোনিত প্রার্থী মাহবুবুল আলম চৌধুরী, এলডিপি মনোনিত আইনুল কবির, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ফারুক বাহাদুর ফ্রন্ট, স্বতন্ত্র প্রার্থী চেমন আরা বেগম ও মোহাম্মদ ইখতিয়ার হোসেন মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন।

এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৫১ জন কাউন্সিলর প্রার্থী ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

সাধারণ কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডে অজয় দত্ত, সুলতান মঈনুদ্দিন মোরশেদ চৌধুরী, মোহাম্মদ জাহেদুল ইসলাম, মুহাম্মদ আব্দুল করিম, মুঃ শাহেদুল ইসলাম, সুজন সরকার। ২নং ওয়ার্ডে -মুঃ ইউচুফ, আব্দুর সবুর, কেএম হামিদ উদ্দিন, মুঃ মোজাম্মেল ইসলাম সোহেল, কামাল হোসেন চৌধুরী, মুঃ নুরুল ইসলাম। ৩নং ওয়ার্ডে- মোঃ  হেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন, মুঃ আবুল কালাম। ৪নং ওয়ার্ডে- মুঃ নাসির উদ্দিন, মুঃ মাসুদুর রহমান, মোঃ আব্দুল কাদের, মুহাম্মদ গোলাম মোস্তফা। ৫ নং ওয়ার্ডে- মোহাম্মদ শাহ্ আলম, সুভাষ কান্তি বড়ুয়া, মোঃ নুরুল কবির, মোহাম্মদ সেলিম। ৬নং ওয়ার্ডে- আবু তাহের, আব্দুল হক, মোরশেদুল আলম, মোঃ সৈয়দ, আইয়ুব মিয়া, আবু জাফর, মাহবুব কবির, সরওয়ার ইসলাম, মোঃ শাহাদাত, মোহাম্মদ ওমর ফারুক। ৭নং ওয়ার্ডে- মোহাম্মদ হেলাল উদ্দিন, মোঃ ফরিদ আহমদ, আবু ছাদেক, শওকত হোসেন, মোঃ মোজাম্মেল হক চৌধুরী, মোঃ ফারুক। ৮নং ওয়ার্ডে- সিরাজুল ইসলাম, মোহাম্মদ নুরুন্নবী, মোঃ আব্দুর রহিম, কাজী মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আবু তৈয়্যব, আব্দুল জলিল। ৯নং ওয়ার্ডে- মোঃ খোরশেদ আলম সবুজ, মোহাম্মদ লোকমান হাকিম, মোঃ মোসলেম মিয়া, মুহাম্মদ আইনুল হুদা চৌধুরী, মুহাম্মদ সেকান্দর হোসাইন, মামুনুল ইসলাম চৌধুরী।

সংরক্ষিত আসনে- ১,২,৩ নং ওয়ার্ডে- শিরিন আকতার, খোরশেদা বেগম। ৪, ৫, ৬ নং ওয়ার্ডে- জান্নাতুল ফেরদৌস, সুমি বড়ুয়া, কোহিনুর আকতার, জান্নাতুল ফেরদৌস। ৭, ৮, ৯নং ওয়ার্ডে-হাসনারা বেগম, মুছাম্মৎ তাহেরা বেগম চৌধুরী, রাজিয়া বেগম।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিন ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

১৭.০৮ বর্গ কি.মি. আয়তনের এই পৌরসভায় মোট ভোটার-২৮৯৯৭, এর মধ্যে পুরুষ ভোটার- ১৫১৯৯ জন ও মহিলা ভোটার ১৩৭৯৮ জন।৯টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র-১৬টি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image