image

আজ, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মিয়ানমার সীমান্তের দৌছড়ি ইউনিয়নে এখনও বিদ্যুৎ ও নেটওয়ার্কের ছোঁয়া লাগেনি

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    |    ১৬:৫৬, জানুয়ারী ১৯, ২০২১

image

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার দূর্গম ইউনিয়ন দৌছড়ি। যা ১৬৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পুরো ইউনিয়নটি মায়ানমার সীমান্ত ঘেষা হওয়ায় এই ইউনিয়নটির গুরুত্ব অর্থবহ। প্রাকৃতিক সম্পদে ভরপুর পুরো ইউনিয়নটি। পর্যটকদের জন্য আকর্ষনীয় একটি জায়গা। যেদিকে থাকাবেন শুধু উঁচু নিচু পাহাড় আর পাহাড়। পর্যটনের অপার সম্ভাবনাময় স্থান। রাস্তাঘাট কার্পেটিং ধারা উন্নয়ন হয়েছে। বর্তমানেও উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রচুর পরিমাণ  লেবুসহ নানা জাতের ফল ফলাদি উৎপাদন হয়। তবে ইউনিয়নের বর্তমানে সমস্যা রয়েছে বিদ্যুৎ ও নেটওয়ার্ক।

উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে শিক্ষা দিক্ষা সাংস্কৃতিক দিক দিয়ে এই ইউনিয়ন রয়েছে অনেক পিছিয়ে থাকলেও প্রাকৃতিক সম্পদ ও ফলদ বনজ বাগানে ভরপুর। চাষাবাদের জন্য ও রয়েছে প্রচুর পরিমাণ কৃষি জমি। বর্তমানে কৃষি জমি গুলো এক ফসলের আবাদ হয়। যদি বিদ্যুৎ সুবিধা পায় তাহলে সকল জমি দুই ফসলের আবাদ সহ বিভিন্ন কল কারখানা স্থাপন করে স্থানীয় লোকজন অনেক লাভবান হবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে মালামাল রপ্তানির সম্ভাবনা লক্ষ্য  করা যায়। বিদ্যুৎ ও নেটওয়ার্ক না থাকার কারনে ইউনিয়নের হাজারো মানুষের চরম দুর্ভোগের শিকার হতে হয়। সরকারের দেওয়া ডিজিটাল বাংলাদেশর সুবিধা থেকে বাদ পড়ে গেল প্রায় ১৫ হাজার মানুষ।

দৌছড়ি ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান জানান, পার্বত্য বান্দরবানের উন্নয়নের রুপকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি মহোদয়ের আন্তরিকতায় এই ইউনিয়নের মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। ইউনিয়নের প্রতি মন্ত্রী মহোদয়ের সু-দৃষ্টি রয়েছে। অচিরেই বিদ্যুৎ ও নেটওয়ার্ক সুবিধা আমরা পেয়ে যাব।  

দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ইতিমধ্যে ইউনিয়নের আনাচে কানাচে রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, স্কুল-মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ সমাপ্তি হয়েছে এবং চলমান রয়েছে। মন্ত্রী মহোদয় অতি শীগ্রই বিদ্যুৎ ও নেটওয়ার্ক সুবিধা আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image