image

আজ, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

এবার বাকলিয়ার বলিরহাটে নির্বাচনী সহিংসতা : নৌকা-ধানের শীষের পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    |    ০০:৫৪, জানুয়ারী ২১, ২০২১

image

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে উত্তাপ বাড়ছে। নগরীর ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামীলীগের দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে একজন নিহত হওয়ার পর এবার নগরীর বাকলিয়া থানাধীন বলিরহাটে নৌকা-ধানের শীষের সমর্থকদের মধ্যে হামলা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে

বুধবার (২০ জানুয়ারী) বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের ১০/১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলা ও মারামারির ঘটনায় আওয়ামীলীগ-বিএনপি পরষ্পরকে দায়ী করেছে।

আহত কয়েকজন হলেন যুবদল নেতা মো. নুরুদ্দিন, মো. ইউনুছ, মো. নয়ন, মো. ইব্রাহিম, মো. রাশেদ, মো. ফরিদ, এসএম রুবেল, মো. আমীর. মো. আজাদ।

যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা জানান, ডা. শাহাদাত হোসেনের গণসংযোগ শেষ করে পথসভা চলাকালে হঠাৎ পিছন থেকে লাঠিসোটা নিয়ে এলাকার আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হারুনের ভাতিজা ইমরান ও ছাত্রলীগ নেতা এনামুল হক মানিকের নেতৃত্বে হামলা চালায়। এসময় অন্তত ৪/৫ রাউন্ড গুলি চালায়। হামলায় আমাদের ১০/১৫ জন আহত হয়েছে। সন্ত্রাসীরা এলাকার যুবদল নেতা মোহাম্মদ ইউনুছের বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। যুবলীগ ছাত্রলীগ কর্মীরা ইউনুছকে অবরুদ্ধ করে রাখে।

অপরদিকে ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক জানিয়েছেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনি প্রচারণায় বিএনপি সমর্থিতরা হঠাৎ হামলা চালিয়েছে। এতে তদের দুইজন আহত হয়েছেন।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, বলিরহাট এলাকায় নৌকার সমর্থনে গণসংযোগকালে যুবদলের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে শুনেছি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।  হামলা ৪/৫ আহত হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image