image

আজ, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

চট্টগ্রামের আগ্রাবাদে মিন্টু হত্যা মামলার ৫ আসামী কারাগারে

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪৯, জানুয়ারী ২১, ২০২১

image

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের আগে গ্রেপ্তার হলেন যুবলীগ নেতা মিন্টু হত্যা মামলার ৫ আসামী।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন চাইতে গেলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

চট্টগ্রাম নগরীর ২৮নং ওয়ার্ড যুবলীগ কর্মী মারুফ চৌধুরী মিন্টু হত্যা মামলায় কারাগারে যাওয়া আসামীরা হলেন মোস্তফা কামাল টিপু, মাহবুব, মোহাম্মদ রাব্বি, শাহেদ ও ফয়সাল খান। 

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, মিন্টু হত্যাকাণ্ডের পর আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিল। নির্দিষ্ট তারিখে তারা আদালতে আত্মসমর্পণ জামিন চাইলে শুনানি শেষে আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে প্রেরণের আদেশ দেন। 

এর আগে ১৭ নভেম্বর এই মামলার প্রধান আসামি রমজান আলীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ। এনিয়ে মিন্টু হত্যা মামলার ৭ আসামীর মধ্যে ৬জনই কারান্তরীণ হলেন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাতে নগরীর আগ্রাবাদ হোটেল এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মারুফ চৌধুরী মিন্টু গুরুতর আহত হন। পরদিন নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার বোন রোজি চৌধুরী বাদী হয়ে ডবলমুরিং থানায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image