image

আজ, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বাইশারী ইউপি : আওয়ামীলীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে আলম-বাহাদুর

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    |    ১৫:৩৮, মার্চ ৬, ২০২১

image

আসন্ন ইউপি নির্বাচনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ৭ আওয়ামীলীগ নেতা দলীয় প্রতিক নৌকার মনোনয়ন চাইলেও মনোনয়ন লড়াইয়ে এগিয়ে রয়েছে বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য, বর্তমান চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।

ইউপি নির্বাচনকে ঘিরে বর্তমানে বাইশারী ইউনিয়নের চায়ের দোকানে সাধারন মানুষের আলাপ-আলোচনা চলছে জোরসে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যার যার পক্ষ হয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন কর্মী-সমর্থকরা। 

মনোনয়নের বিষয়ে আওয়ামীলীগ নেতারা জানান, বাইশারী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৭ ব্যক্তি আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকার মনোনয়ন পেতে বায়োডাটা পাঠিয়েছেন। উপজেলা-জেলার দায়িত্বশীল ব্যক্তিরা যাচাই-বাছাই শেষে কেন্দ্রে পাঠানোর কথা রয়েছে। তৃণমূলের জনপ্রিয়তা যার বেশী, তাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে বলে আশাবাদী এসব নেতাকর্মীরা। 

বাইশারী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক নুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদ জানান, তৃণমূলের জনপ্রিয়তাকে প্রধান্য দিলে নৌকার মনোনয়নে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মো: আলম কোম্পানীই এগিয়ে থাকবেন। তারাও আশাবাদী দলীয় মনোনয়ন ৩য় বারের মত মানবদরদী মো: আলম কোম্পানীর হাতেই উঠুক। 

বাইশারী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুল মাবুদ শাহিন জানান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর একজন দক্ষ সংগঠক। যার হাত ধরে বাইশারীতে আওয়ামীলীগের উত্থান। তার হাত ধরেই হাজারো আওয়ামীলীগের সৃষ্টি। তিনিই নৌকার প্রতিকের একমাত্র দাবীদার। 

এদিকে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে কথা বলে জানা যায়, জনপ্রিয়তায় বর্তমান চেয়ারম্যান আলম কোম্পানী এগিয়ে থাকলেও সাংগঠনিক কর্মদক্ষতায় এগিয়ে আছেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। 

স্থানীয় আওয়ামীলীগ নেতারা জানান, গ্রহনযোগ্যতা প্রমাণ দিয়ে পরপর দু’বার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ভাগিয়ে নিয়েছেন মো: আলম কোম্পানী। ৩য় বারও কি হাত হাতেই উঠছে নৌকা প্রতিক, নাকি দক্ষ সংগঠক জাহাঙ্গীর আলম বাহাদুরের হাতে উঠছে। দেখতে অপেক্ষায় থাকতে হবে আরো একমাস।  

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী বাইশারীতে অনুষ্ঠিত আওয়ামীলীগের বর্ধিত সভায় ৭ আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থীতা ঘোষনা করেন। তাদের মধ্যে বর্তমান চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী ও বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর ছাড়াও যুবলীগ সভাপতি আবুল কালাম, কৃষকলীগ সভাপতি আবু জাফর, শ্রমিকলীগ সভাপতি উছাথোয়াই চাক, ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন, সেচ্ছাসেবকলীগ সভাপতি বাবুল হোসেনের নাম রয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image