image

কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গোল্ডকাপ ব্যাটমিন্টন টুর্ণামেন্ট শুরু

image

শতর্স্ফুত অংশগ্রহণের মধ্যদিয়ে শনিবার (১২জানুয়ারী) সন্ধ্যায় কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অফিসার্স ক্লাবের মাঠে গোল্ডকাপ ব্যাটমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছে। 

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার বিমল শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপক কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদাউস,কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,সাধারণ সম্পাদক, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোৰ জাহাঙ্গীর আলম চেৌধূরী, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে.লিটন কুতুবী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার উমর ফারুক, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,সেলিম উদ্দিন লিটন, শেখ শহিদুল ইসলাম লালা,মনির আহমদ মাতবর,রাসেল সিকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসের কাননগো সাজেদুল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন, সমীর শীল,উজ্জল । অনুষ্ঠান পরিচালনা করেন, মাষ্টার জকরিয়া। 

গোল্ডকাপ ব্যাটমিন্টন টুর্নামেন্ট খেলার সভাপতি বিমল শীল জানান, নক আউট পদ্ধতিতে দ্বৈত খেলায় ১০টি টিম অংশগ্রহণ করবে। উদ্বোধনের প্রথম দিন খেলায় অংশগ্রহণ করেন খেলোয়াড় সমিতির লাল দল বনাম উত্তর বড়ঘোপ ওয়ারি ক্লাব। রবিবার দ্বিতীয় দিন কুতুবদিয়া সরকারি কলেজ বনাম কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় খেলায় অংশগ্রহণ করবে।