image

চট্টগ্রামে ছাত্রলীগের নতুন কমিটির দাবীতে মানববন্ধন

image

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবীতে শহরজুড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও নগরীর আওতাধীন ইউনিটসমূহ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও কাজেম আলী কলেজ ছাত্রলীগের আয়োজনে নগরীর জামালখানস্থ প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সদস্য মোস্তাফা কামালের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক হুমায়ন কবির আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক নাছির উদ্দিন কুতুবি, উপ-তথ্য গবেষণা সম্পাদক রায়হানুল কবির শামীম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের জালাল আহমেদ রানা প্রমুখ।