image

ঢাকার বুড়িগঙ্গায় অজ্ঞাত লাশ উদ্ধার

image

ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত (২৮)এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তৈলঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করাহয়।

দক্ষিণ কেরানীগন্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের  মর্গে পাঠিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আবু সিদ্দিক জানিয়েছেন, নদীতে লাশ ভাসার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের পরনে ছিল শুধু সাদা রঙের একটি ট্রাউজার। লাশটি ফুলে যাওয়ায় শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে তিনি জানান।