image

আলীকদম ৩দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

image

পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্ট সম্মত খাবার এই শ্লোগানে বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

৫ আগষ্ট সোমাবার মেলা উপলক্ষে এক বর্ণঢ্য র‌্যালী আলীকমের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১১ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল মেলা প্রঙ্গণ উপজেলা বটমুল চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম ও অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোগ্য মার্মা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার মামুন ইয়াকুব, উপজেলা শিক্ষা অফিসার ইস্কাদার নুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের মেলায় এ পর্যন্ত ১০টি স্টল অংশ গ্রহণ করেন।

মেলা আয়োজনে সার্বিক সহযোগী দেন উপজেলা প্রশাসন।