image

কারিতাসের উদ্যোগে মাছের পোনা, খাদ্য ও ছাগল বিতরণ অনুষ্ঠান

image

১১ সেপ্টেম্বর (বুধবার) কারিতাসের পক্ষ থেকে মাছের পোনা, খাদ্য সহায়তা ও ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নিবার্হী অফিসার সায়েদ ইকবাল কারিতাস প্রমোশন অফ এগ্রো ইকোলজি প্রকল্প-সিএইচটি প্রকল্পের উপকারভোগীদের মাঝে মাছের পোনা, খাদ্য সহায়তা ও ছাগল বিতরণ করেন। এসময় এগ্রো-ইকোলজি প্রকল্পের আওতাধীন ৩টি পুকুরে মৎসচাষ উপকারভোগীদের বিভিন্ন প্রজাতির ৬৫কেজি মাছের পোনা ১০০ কেজি মাছের খাদ্য ও ৬ জনকে ৮টি ছাগল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা মৎস্য অফিসার জয় বণিক, কারিতাস সিনিয়র ম্যানেজার আগষ্টিন বাড়ৈই এবং বান্দরবান প্রকল্প কর্মকর্তা ফরহাদ আজিম (জেপিও, রিপোঃ,মনিঃ এন্ড রিসার্চ) প্রমূখ উপস্থিত ছিলেন।

অপরদিকে এগ্রো-ইকোলজি প্রকল্প, কারিতাস, আলীকদম উপজেলা উদ্যোগে ১৫জন মৎস্যচাষী নিয়ে ৪টি পুকুরে এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়েছে। উক্ত এক্সপোজার ভিজিট প্রোগ্রামে উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক ও অফিস সহকারী মোঃ জলিল, কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মি. ফরহাদ আজিম, মাঠ কর্মকর্তা মিজ: জেসমিন চাকমা সহ মাছ চাষী আবু নসর ও প্রকল্পের মাঠ সহায়কবৃন্ধ উপস্থিত ছিলেন। উক্ত এক্সপোজার ভিজিটে উপকারভোগীদের পরিকল্পিত মৎস্যচাষ, মাছের সাথে সবজিচাষ, মাছচাষের আয়-ব্যয় হিসাব সম্পর্কে এবং নার্সারী পুকুর ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে আগ্রহ সৃষ্টি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।