image

চন্দনাইশে এমপি’র পক্ষে আশ্রয়ণ প্রকল্পের ২৫০ পরিবারকে প্রেস ক্লাবের নগদ অর্থ বিতরণ 

image

করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া চন্দনাইশের তিনটি আশ্রয়ণ প্রকল্পের ২'শ ৫০ পরিবারের মাঝে      
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক)  আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী'র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে সংসদ সদস্যের অর্থায়নে উপজেলার দোহাজারী দিয়াকুল আশ্রয়ণ প্রকল্প, কাঞ্চননগর গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের ২’শ ৫০ পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়।

চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা রাশেদুল ইসলাম চৌধুরী, মনির আহমদ কোম্পানী, সহ-সভাপতি আবিদুর রহমান বাবুল,  আবু তালেব আনছারী, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ, মাওলানা মোজাহেরুল কাদের, এস.এম রহমান, যুগ্ম সম্পাদক মোঃ কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত দাশ ইমন, প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম মোস্তফা, কল্যাণ সম্পাদক এম.এ হামিদ, নির্বাহী সদস্য ফয়সাল চৌধুরী, মোঃ নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মঈনুদ্দিন, আমিনুল ইসলাম রুবেল, শহিদুল ইসলাম, আমিনুর রহমান, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মামুন, ইউপি সদস্য ওসমান গণিসহ নেতৃবৃন্দ।