image

উখিয়ার কুতুপালং ক্যাম্পে আরসা নেতা আটক

image

উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে কথিত আরসা নেতা রহিম মাস্টারের সহযোগী ও চুরি ছিনতাইকারী নবী হোসেন নামে এক রোহিঙ্গাকে ধারালো চায়নিজ ছুরি অস্ত্রসহ আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা।

জানা যায়,গ্রেফতারকৃত মোঃ নবী হোসেন(২৪) কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এমআরসি-১৮২৮০,রুম-০৫,সেড-৩১ বি” ব্লকের মৃত আব্দুস সালামের ছেলে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বি” ব্লকে এপিবিএন সদস্যরা অভিযান পরিচালনা করে একটি সেলুনের দোকান থেকে তাকে আটক করেন।

এপিবিএন সূত্রে জানা যায়, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে বি ব্লকের একটি সেলুনের দোকানে রোহিঙ্গা নবী হোসেন সহ অজ্ঞাত ৪/৫ জন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো ছুরি নিয়ে আড্ডা দিচ্ছে এমন সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিক ভাবে উক্ত সংবাদ কুতুপালং ক্যাম্প পুলিশ কে অবহিত করলে কুতুপালং পুলিশ ক্যাম্পের মোবাইল টিম নিয়ে উক্ত ঘটনাস্থলে গিয়ে মোঃ নবী হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তিনি পুলিশকে লক্ষ্য করে ছুরিকাঘাত করলে পুলিশের একজন সদস্য আহত হয়।

এ বিষয়ে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।