image

শিল্পকলা একাডেমী ইউএসএ’র উদ্যোগে ঢাকায় ‘প্রবাস প্রত্যয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা

image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মৃজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমী ইউএসএ ইনক এর উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর, শুক্রবার, বিকেল ৫ টায় জাতীয় জাদুঘর, কবি সুফিয়া কামাল মিলনায়তনে “প্রবাস প্রত্যয়ে বঙ্গবন্ধু” শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি। অনুষ্ঠান উদ্বোধন করবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও একুশে পদক প্রাপ্ত শব্দসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমী ইউএসএ ইনক সভাপতি মনিকা রায় চৌধুরী।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ড. অরূপ রতন চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সঞ্জয় কবিরাজ, মাসরীন নাহার বনি, তিমির রায়, রেজওয়ানুল হক, পূজন দাস, শওকত আরা আঁখি, সুমা ভৌমিক, নুরুন্নাহার আওয়াল, আতিক শামস, সাফিয়া আফরোজ ইতি, নিগার সুলতানা তাওহিদ, আইভি দাস। পাতার বাঁশি বাঝিয়ে শুনাবেন গোলাম রব্বানী। আবৃত্তি করবেন কবি নির্মলেন্দু গুণ।নৃত্য পরিবেশন করবেন স্বস্তিকা পোদ্দার ও চলন্তিকা দাস ঝর্ণা।