image

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের

image

সীতাকুণ্ড উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার প্রার্থী বাছাইয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মাঠে সরগরম থাকলেও তার বিপরীত চিত্র বিএনপির। প্রার্থী বাছাইয়ে বিএনপির কোন তোড়জোড় নেই। কেন্দ্রের সিদ্ধান্তনুযায়ী বিএনপি নির্বাচন থেকে বিরত রয়েছেন।আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য প্রার্থীরা এলাকায় ও ঢাকায় লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

আগামী ১১ নভেম্বর '২১  চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিপরীত চিত্র ফুটে উঠেছে। বিএনপি নির্বাচন থেকে বিরত থাকয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও হতাশায় ভুগছেন বিএনপি নেতাকর্মীরা।

সীতাকুণ্ড উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড উপজেলায় ৯ ইউনিয়ন, মিরসরাই উপজেলায় ১৪ ইউনিয়ন, ফটিকছড়ি উপজেলায় ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। নির্বাচনকে ঘিরে উত্তর চট্টগ্রামে সবচেয়ে আন্তঃকোন্দল প্রবল উপজেলা সীতাকুণ্ডে দফায় দফায় বৈঠক করে উত্তর জেলা আওয়ামী লীগ। উত্তর জেলার সভাপতি এম এ সালামের নেতৃত্বে এ কোন্দল অনেকখানি নিরসন হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম জহুর বলেন, বিএনপি এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে যাবেনা এইটা দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত। বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদসহ বিএনপি’র একাধিক নেতা বলেছেন, কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণের কোন সিদ্ধান্ত না থাকায় বিএনপির নেতাকর্মীরা নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন। তাছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেনা। বিএনপির প্রার্থী প্রস্তুত রয়েছে এবং কেন্দ্র সিদ্ধান্ত দিলেই মনোনয়ন দাখিল করা হবে বলে নেতৃবৃন্দ দাবি করেছেন।

দেশের দ্বিতীয় ধাপের আগামী ১১ নভেম্বর নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ডের ৯ ইউনিয়নে ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী নৌকার মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হতে চান এবং সে লক্ষে যথারীতি তারা মনোনয়ন পত্র জমাও দিয়েছেন। ইতোমধ্যে উপজেলা আওয়ামী লীগ থেকে প্রেরিত নামের তালিকা যাচাই-বাছাই করে উত্তর জেলা কমিটি কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন প্রার্থীদের পূরণকৃত ফর্ম জমা নেয়া হয়েছে।১০ অক্টোবর বাছাইকৃত প্রার্থীদের মূল তালিকা প্রকাশ করা হবে বলে দলের নেতারা আভাস দিয়েছেন।

সীতাকুণ্ডের ৯ ইউনিয়নে আওয়ামী লীগের যারা নৌকার মাঝি হতে চান তারা হলেন-

১নং সৈয়দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, হারুন উর রসিদ মেম্বার, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, মোহাম্মদ বেলাল হোসেন।

২নং বারৈয়ারঢালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক রেহান উদ্দিন রেহান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সায়েদ মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা সিরাজুল ইসলাম।  

৪নং মুরাদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাহার, খোরশেদ আলম মেম্বার, যুবলীগ নেতা সাহাবউদ্দিন,  সালাহউদ্দিন মান্না। 

৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, উত্তর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক, সাবেক চেয়ারম্যান এ,জে,এম, মহসিন জাহাঙ্গীর, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও আইয়ূব আলী।

৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজু চৌধুরী।

৭নং কুমিরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আবদুল মতিন মেম্বার, আলমগীর আলম, জিয়াউল হক বাপ্পি।

৮নং সোনাইছড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনির আহমেদ, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, আওযামীলীগ নেতা জসিম উদ্দিন মেম্বার, আওযামীলীগ নেতা বেলাল হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন।

৯নং ভাটিয়ারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা  খাইরুল আজম জসিম, ইউনিয়ন আওযাীলীগের সাবেক সভাপতি শামশুল আলম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আবদুস সালাম ও সাব্বির আহমেদ চৌধুরী মেম্বার।

১০নং ছলিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজ, আওয়ালীগ নেতা কাজী গোলাম মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক এড. ফজলে করিম চৌধুরী নিউটন, ইমাম উদ্দিন ইমু, বাহাদুর খান, ইকবাল সারোয়ার।

প্রার্থীরা এখন সবাই ঢাকা মুখী। দলের মনোনয়ন পেতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সবাই। মনোনয়ন পাওযা নিয়ে সবাই আশাবাদী বলে জানান প্রার্থীরা।

এদিকে আওয়ামীলীগের প্রাথী ছাড়া অন্য কেউ নির্বাচন করবে কিনা খোঁজ নিতে গিয়ে, শুধুমাত্র বাড়বকুণ্ড ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী বেলাল উদ্দিন নামে এক প্রার্থী নির্বাচন করবেন বলে জানা গেছে।