image

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২

image

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কিছু অসাধু ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় অবৈধভাবে সয়াবিন তেল চাল ডাল চিনি মজুদ করায় ২ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা।

শুক্রবার রাত দেড়টার দিকে ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে ৪ নং ক্যাম্পের ২১/ই ব্লক থেকে চাউল, ডাল, চিনি, তেলসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন,৪ নং ক্যাম্পের ২১/ই ব্লকের ফজল আহমেদ এর ছেলে নূর আহমেদ (৫২)ও রহিমুল্লাহ এর ছেলে রহমতুল্লাহ(৪০)।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে, ৫ শত কেজি চাউল,৩ শত কেজি চিনি,১ শত কেজি ডাল,১৪০ লিটার সয়াবিন তেল। 

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে মধুর ছড়া ক‍্যাম্পের এস আই মোস্তফা কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ক‍্যাম্প-৪, ব্লকঃই/২১ থেকে অবৈধভাবে মজুদ করে রাখা চাউল,ডাউল,চিনি,তেলসহ আসামীদের নিজ শেড হতে তাদেন গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের মধুরছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।আসামীসহ আটককৃত মালামাল মধুরছড়া পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে।